• ঢাকা
  • শুক্রবার, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ ইং
আক্রান্ত মায়ের যমজ সন্তান প্রসব, নাম করোনা ও ভাইরাস

আক্রান্ত মায়ের যমজ সন্তান প্রসব, নাম করোনা ও ভাইরাস

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৩৪ বছর বয়সী অন্তঃসত্ত্বা নারী। হাসপাতালেই তিনি জন্ম দেন যমজ সন্তানের। যাদের নাম রাখেন তিনি করোনাভাইরাসের নামেই।

সংবাদ প্রতিদিন জানায়, মেক্সিকোর জেনারেল লা ভিলায় সিটি হাসপাতালে এই ঘটনা ঘটে।আন্নামারিয়া হোসে রাফেল গোঞ্জালেস নামে ওই নারী ২৭ মার্চ রাত ২টার সময় যমজ সন্তানের জন্ম দেন।

গর্ভবতী থাকাকালীন টেস্টে করোনাভাইরাস ধরা পড়ে তার। এরপর থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন আন্নামারিয়া।

হাসপাতালের চিকিৎসকেরা জানান, তার একটি ছেলে এবং একটি মেয়ে সন্তান হয়েছে। হাসপাতালের চিকিৎসকদের মধ্যে একজন মজা করে আন্নামারিয়াকে বলেন তার ভাইরাস হোসে মিগুয়েল গঞ্জালেজ নামে একটি ছেলে এবং কারোনা হোসে মিগুয়েল গোঞ্জালেস নামের একটি মেয়ে হয়েছে। নাম দুটো আন্নামারিয়ার খুব পছন্দ হয়। তাই তার সন্তানদের নাম তিনি করোনা ও ভাইরাস রাখারই সিদ্ধান্ত নেন।

চিকিৎসক এদুয়ার্দো ক্যাস্তিলাস স্থানীয় সংবাদমাধ্যমে জানান, আমি মজা করে নাম দুটো বলে ফেলেছিলাম। তবে আন্নামারিয়া যে সত্যিই তার সন্তানদের নাম করোনা ও ভাইরাস রাখার সিদ্ধান্ত নেবেন তা আশা করিনি।

তবে মা ও তার দুই সন্তানই সুস্থ আছে বলে আনন্দিত গোটা মেক্সিকো সিটি হাসপাতাল। আন্নামারিয়ার ঠিক দুই সপ্তাহ পরে যুক্তরাষ্ট্রের এক হাসপাতালে সন্তান প্রসবের জন্য ভর্তি হওয়ার কথা ছিল। তবে সীমান্তে পৌঁছানোর আগেই তার শারীরিক অবস্থা অবনতি হয়। বাধ্য হয়ে মেক্সিকো সিটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

সন্তানের এমন নাম প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আন্নামারিয়া হোসে রাফেল। নেটিজেনরাও রীতিমতো আলোচনা শুরু করে দিয়েছে এই সন্তানদের নিয়ে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মার্চ ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।