• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং
করোনায় মৃতের সংখ্যা আড়াই লাখ ছাড়িয়েছে

বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ২ লাখ ৫০ হাজার ছাড়িয়েছে। মৃতের এ সংখ্যার ৮৫ শতাংশেরও বেশি ঘটেছে ইউরোপ ও যুক্তরাষ্ট্রে। বিশ্বের বিভিন্ন দেশের সরকারি সূত্রের বরাত দিয়ে এএফপি একথা জানায়।

এএফপি’র পরিসংখ্যান অনুযায়ী, সোমবার গ্রীনিচ মান সময় ২২৩০ পর্যন্ত একক দেশ হিসেবে বিশ্বে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে মোট ৬৮ হাজার ৬৮৯ জনে দাঁড়িয়েছে। এদিকে, বিশ্বের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মহাদেশ ইউরোপে করোনায় ১ লাখ ৪৫ হাজার ২৩ জন প্রাণ হারিয়েছে।
গত ডিসেম্বরে চীনে প্রথম প্রাদুর্ভাব দেখা দেয়া এ বৈশ্বিক ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩৫ লাখ ছাড়িয়েছে এবং বিশ্ব অর্থনীতি ভয়াবহ ধসের মুখে পড়েছে।

এ ভাইরাসে মৃতের সংখ্যার দিক দিয়ে যুক্তরাষ্ট্রে¦র পরের অবস্থানে থাকা ইতালিতে করোনা ভাইরাসে ২৯ হাজার ৭৯ জন, যুক্তরাজ্যে ২৮ হাজার ৭৩৪ জন, স্পেনে ২৫ হাজার ৪২৮ জন এবং ফ্রান্সে করোনাভাইরাসে ২৫ হাজার ২০১ জনের মৃত্যু হয়েছে। ইউরোপের দেশগুলোতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ছাড়িয়ে গেছে।

বিশ্বের বিভিন্ন দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এবং বিশ্বস্বাস্থ্য সংস্থার দেয়া তথ্য থেকে এএফপি’র সংগ্রহ করা উপাত্ত ব্যবহার করে তৈরি করা এ পরিসংখ্যান করোনা ভাইরাসের প্রকৃত আক্রান্তের সংখ্যার কেবলমাত্র একটি আংশিক প্রতিফলন বলে ধারণা করা হচ্ছে। কেননা, বিশ্বের অনেক দেশ কেবলমাত্র গুরুতর আক্রান্ত লোকদেরই করোনা পরীক্ষা করছে। বাসস

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।