• ঢাকা
  • শুক্রবার, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ ইং
এখন ব্যবসা নয়, অপরকে সেবা করার সময়- জেলা প্রশাসক অতুল সরকার

ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার বলেছেন, এখন ব্যবসা করার সময় নয়, অপরকে সেবা করার সময়। দুর্যোগকালীন সময়ে অপরকে সেবার চেয়ে মহৎ কাজ আর নেই। এ সময় তিনি আরো বলেন, প্রশাসন বাজার ব্যবস্থার দিকে নজর অব্যাহত রেখেছে। অধিক লাভের আশায় পণ্যের দাম বাড়ানো বা কৃত্রিম সংকট সৃষ্টি করলে প্রশাসন কঠোর হতে বাধ্য হবে।

তিনি শুক্রবার বেলা সাড়ে ১১ টায় নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে করোনা ভাইরাস, বাজার ব্যবস্থাপনা এবং দুর্যোগ সংক্রান্ত সভায় এ কথা বলেন। এদিকে করোনা ভাইরাস সংক্রান্ত বিষয়ে জেলা প্রশাসক সাংবাদিকদের বলেন, জেলায় ব্যাপক সংখ্যক লোক প্রবাস থেকে এসেছে। গতকাল (বৃহস্পতিবার) পর্যন্ত অনুসন্ধান শেষে দেখা গেছে যে, ৪৬৩ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছে। ইতিমধ্যে সদর হাসপাতালটিকে করোনা চিকিৎসার জন্য নির্ধারণ করেছি।

পাশাপাশি আইসিইউ রেডি হয়েছে। আমাদের যদি আইসোলেটেড ডিজিটেশনাল হোম কোয়ারেন্টের প্রয়োজন হয় সেই ক্ষেত্রে সালথা উপজেলায় নবনির্মিত হেলথ কমপ্লেক্স রয়েছে, সেটিকে ব্যবহার করার জন্য প্রস্তুত করে রেখেছি। সার্বিকভাবে করোনা প্রতিরোধের বিষয়ে যা যা সম্ভব তার প্রায় সবগুলো বিষয়েই আমরা প্রস্তুত আছি বলে তিনি উল্লেখ করেন। এছাড়া উপজেলা পর্যায়ে এবং ইউনিয়ন পর্যায়ে কাজ চলমান রয়েছে। সবাই মিলে সকল কিছু স্বাভাবিক রাখতে পারবেন বলে আশা করেন তিনি।

জেলা প্রশাসকের সভাপতিত্বে জেলা পরিষদ চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা, জেলা আওয়ামীলীগ সভাপতি এ্যাডঃ সুবোল চন্দ্র সাহা, পুলিশ সুপার মোঃ আলীমুজ্জামান, ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ খালেদুর রহমান, মেডিকেল কলেজ অধ্যক্ষ ডাঃ খবিরুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রোকসানা রহমানসহ স্বাস্থ্য বিভাগ, জেলা ব্যবসায়ী নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মার্চ ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।