• ঢাকা
  • শুক্রবার, ১০ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ২৪শে মার্চ, ২০২৩ ইং
Mujib Borsho
Mujib Borsho
নগরকান্দায় আধিপত্য বিস্তার, প্রতিপক্ষকে কুপিয়ে জখম

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধিঃ

ফরিদপুরের নগরকান্দায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকদের কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে।

ঘটনাটি ঘটে গত মঙ্গলবার (২৮ জুন) দিবাগত রাত ১০ টার দিকে উপজেলার তালমা ইউনিয়নের সদরবেড়া এলাকায়।

জানাযায়, সদরবেড়া গ্রামের সালাম শেখের (৬০) সাথে একই গ্রামের আরফিন খানের (৬৫) দীর্ঘদিনের বিরোধ চলে আসছিলো।

এরই জের ধরে গত মঙ্গলবার রাত আনুমানিক ১০ টার দিকে সদরবেড়া এলাকায় পুর্বে থেকে উত পেতে থাকা সালাম শেখের লোকজন আরফিন খানের উপর অতর্কিত হামলা চালায়। এসময় তাকে এলোপাতাড়ি কুপিয়ে বাম পা কেটে ফেলে।

উদ্ধারে এগিয়ে এলে সালাম শেখের সমর্থকেরা উদ্ধারকারীদের উপরও হামলা চালায়। এ ঘটনায় আরফিন খান (৬৫), রেজাউল খান (৩৫), নিরু শেখ (৪৫), নাঈম শেখ (১৮), হারুন চৌধুরী (৪০) নামে পাচজন আহত হয়।

আহতদের উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালে ভর্তি করা হলে সেখান থেকে গুরুতর আহত অবস্থায় আরফিন খানকে ঢাকার পঙ্গু হাসপাতালে নেয়া হয়।

আহত আরফিন খানের ভাই বাবুল খান (৪৬) বাদী হয়ে ১৪ জনকে আসামি করে নগরকান্দা থানায় একটি মামলা দায়ের করেছেন।

এ ঘটনায় পুলিশ সালাম শেখ নামের এক জনকে গ্রেফতার করেছে।

মামলার অন্যান্য আসামিদের মধ্যে শাহ মোঃ মেহেদি হাসান (৩০), সুজন শেখ (২৮), ওসমান শেখ (৫২), রাজ্জাক শেখ (৪৮) সহ অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

পুনরায় ঘটনাকে কেন্দ্র করে গতকাল বিকালে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে এতে দুইজন আহত হয়।

নগরকান্দা থানার ওসি হাবিল হোসেন বলেন, বর্তমানে এলাকাটি শান্ত রয়েছে। এ ঘটনায় প্রধান অভিযুক্ত সালাম শেখকে গ্রেফতার করা হয়েছে। এবং তিনজন আসামি আগাম জামিন নিয়ে এসেছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

শফিকুল খান জনি
০১ জুলাই ২০২২

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মার্চ ২০২৩
শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
« ফেব্রুয়ারি  
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।