মহানবী হজরত মুহাম্মদ (সাঃ) এর অবমাননার প্রতিবাদে
ফ্রান্সে রাষ্ট্রীয় মদদে মহানবী হযরত মুহাম্মদ সা. এর ব্যাঙ্গচিত্র প্রদর্শন এবং মুসলমানদের উপর হামলা ও নিপীড়নের প্রতিবাদে; ফরিদপুর জেলার সালথা উপজেলা মাঝারদিয়া বাজারে উলামা পরিষদ মাঝারদিয়া ইউনিয়ন এর উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গতকাল শনিবার বিকাল তিনটায় অনুষ্ঠিত হয়।
মিছিলটি ঐতিহ্যবাহী মাঝারদিয়া বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। তৌহিদী জনতার জনশ্রতে যানজটের সৃষ্টি হয়।
মূল সড়ক প্রদক্ষিণ শেষে ফ্রান্সের প্রেসিডেন্টের কুশপুত্তলিকা দাহ করা হয় ।
মাওঃ মিজানুর রহমান ফরিদীর সভাপতিত্বে বক্তব্য রাখেনঃ হযরত হাফেজ মোস্তফা কামাল,
মুফতী মুস্তাফিজুর রহমান, মুফতী আসাদুজ্জামান, মাওঃ কাজী কামরুজ্জামান সহ অনান্য উলামা মাশায়েখ গণ।
এছাড়া উপস্থিত ছিলেন মাঝারদিয়া ইউনিয়নের চেয়ারম্যান হাজী হাবিবুর রহমান (হামিদ),
মোঃ সেলিম মাতুব্বর, মোঃ নাঈম মুন্সী, মিনজুর আলম প্রমুখ।
বক্তাগণ তাদের বক্তব্যে বলেন- কিছু দিন পর পরই কাফের-মুশরিকরা মুসলমানদের প্রাণাধিক প্রিয় রাসুলুল্লাহ সাঃ এর অবমাননা করে থাকে।
কিন্তু মুসলিম রাষ্ট্রের অনেক দেশ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানালেও আমাদের দেশের সরকার তেমন কোনো জোরালো প্রতিবাদ করেনি।
ইসলামী চিন্তাবিদ মুফতী মুস্তাফিজুর রহমান ফ্রান্সের বিরুদ্ধে নিন্দা জানিয়ে বলেন
আরও বলেন অবিলম্বে সরকারী ভাবে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ফ্রান্সের পন্য বর্জন এবং তাদের দূতাবাস বন্ধসহ কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে সরকারের প্রতি আহবান জানান।
এসময় পরিষদ’র বিভিন্ন নেতা কর্মীরা ফ্রান্স ও ম্যাক্রোঁ বিরোধী প্ল্যাকার্ড প্রদর্শন করেন উলামা পরিষদ ও যুব সমাজের নেতৃবৃন্দ ।
এ সমাবেশে নগরকান্দার ঐতিহ্যবাহী সেবামূলক সংগঠন হাফেজ মাহমুদুল হাসান( রহঃ) ফাউন্ডেশন এর পক্ষ থেকে ফ্রান্সের পণ্য বর্জনের পোষ্টার বিতরণ করা হয় ।
পরিশেষে, মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।