• ঢাকা
  • শুক্রবার, ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ ইং
আলফাডাঙ্গায় নানা আয়োজনে তারুণ্যের উৎসব মেলা অনুষ্ঠিত

কবির হোসেন,আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি।

ফরিদপুরের আলফাডাঙ্গায় নানা আয়োজনে তারুণ্যের উৎসব মেলা অনুষ্ঠিত হয়েছে।

এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকালে পৌর এলাকায় ঐতিহ্যবাহী আরিফুজ্জামান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ মেলা অনুষ্ঠিত হয়েছে।

ফিতা কেটে তারুণ্যের উৎসব মেলার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি ফরিদপুর জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা।

এর আগে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাদুল ইসলামের নেতৃত্বে জেলা প্রশাসককে শ্রদ্ধার সাথে ফুল দিয়ে বরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল , সহকারী কমিশনার (ভূমি)এ কে এম রায়হানুর রহমান, আলফাডাঙ্গা থানা ইনচার্জ মো. হারুন অর রশিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোজাম্মেল হক প্রমুখ।

পরে মেলায় বিভিন্ন স্টল প্রদর্শন করেন প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিরা।

শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখেপড়ার মতো। শিক্ষক-শিক্ষার্থীদের অনেকে পরিবার নিয়ে মেলার মাঠে ঘুরে বেড়ানো দেখা গেছে।মেলাকে ঘিরে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ- উদ্দীপনা ছিল।

মোট ১০টি স্টলের মধ্যে কয়েকটি স্টলে জুলাই-আগস্টের বিভিন্ন র্প্রদর্শনী বই, কৃষি সেবা, স্বাস্থ্য সেবাসহ নানারকম স্টলের পাশাপাশি এবার স্টলে স্থান পেয়েছে জিরা পিঠা, ভাপা, নকশি, চিতই, পাঠিসাপটা, জামাই বরণ পিঠা, ডাল ও তালের হরেক রকমের পিঠার সমারোহ।

কবির হোসেন
০১৭১৬৪৫৫৮৩৬
তারিখ ৩০ জানুয়ারি ২০২৫

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

ফেব্রুয়ারি ২০২৫
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।