ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের হাট গোবিন্দপুর গ্রামের দরিদ্র কৃষকের বাড়ী আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার রাত ১ টায় এই দুর্ঘটনা ঘটে। বৈদ্যতিক শট’ সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানান। আগুন নিয়ন্ত্রণে এলাকাবাসী এগিয়ে আসলে কোন ভাবেই আগুন নিয়ন্ত্রণ করতে পারে নাই।
এসময় ক্ষতিগ্রস্ত কৃষক মোঃ আহাদ মোল্লা প্রতিনিধিকে জানান একই ঘরে পরিবারের সবাই ঘুমন্ত অবস্থায় ছিলাম। চেতন হয়ে আগুন দেখতে পাই। তখন পরিবারের সবাইকে নিয়ে জীবন বাচাতে এক কাপড়ে শুন্য হাতে ঘর থেকে বের হয়ে আসি। কৃষকের দাবি আগুনে পুড়ে নগদ ১০ হাজার টাকা, ধান সহ বিভিন্ন জিনিস পত্র পুড়ে নষ্ট হয়েছে।
ক্ষতিগ্রস্ত কৃষকের চাচা জামাল মোল্লা জানান আনুমানিক ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এসময় সদর উপজেলার চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা মোবাইলে প্রতিনিধিকে বলেন ক্ষতিগ্রস্ত কৃষককে আবেদন করার জন্য বলা হয়েছে। প্রাথমিকভাবে আর্থিক সাহায্যর ব্যাবস্থা করা হবে।