পুস্পমাল্য অর্পন করছেন ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার ও পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান ( বিপিএম) সহ কর্মকর্তা বৃন্দ।
”আসমানীরে দেখতে যদি তোমরা সবে চাও, রহিমদ্দির ছোট্ট বাড়ী রসুলপুরে যাও।” অথবা ”ওইখানে তোর দাদীর কবর ডালিম গাছের তলে, ত্রিশ বছর ভিজেয়ে রেখেছি দুই নয়নের জলে,” অথবা ”ছুঁয়ে দাও আসি সুপ্তি জড়িমা, ফুটিছে রজনীগন্ধ্যা ক্লান্ত দেহের শান্তিদায়িনী, চিত্ততোষিনী সন্ধ্যা।” এমনি শত শত কবিতা, গল্প, নাটক ও গানের মাধ্যমে পল্লী মানুষের দুঃখ – কষ্ট, হাসি- কান্না, আনন্দের কথা তুলে ধরে কবি পেয়েছিলেন পল্লী কবির উপাধি।
১৯০৪ সালে ১ জানুয়ারী এই দিনে ফরিদপুর সদরের কৈজুরী ইউনিয়নের ডোমরাকান্দি গ্রামের মাতুলালয়ে জন্মগ্রহণ করেন পল্লী কবি জসীম উদদীন।
সেই কবি জসীম উদদীনের এর ১১৮ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে নানা কর্মসূচী পালিত হয়েছে।
ফরিদপুরে পল্লী কবি জসীম উদদীনের জন্মবার্ষিকী পালন উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করে জেলা প্রশাসন, জসীম ফাউন্ডেশন সহ বিভিন্ন সংগঠন।
শুক্রবার সকাল ৯ টায় ফরিদপুর সদরের অম্বিকাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের কবির পৈত্রিক বাড়ীর আঙ্গিনায় প্রিয় ডালিম গাছের তলে কবির কবরে প্রথমে পুস্পমাল্য অর্পন করেন জেলা ফরিদপুর প্রশাসক অতুল সরকার ও পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান ( বিপিএম) সহ কর্মকর্তা বৃন্দ।
এর পরে জেলা মুক্তিযোদ্ধা সংসদ, ফরিদপুর প্রেসক্লাব, জসীম ফাউন্ডেশন, সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থা,আনছার উদ্দিন উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ পুস্পমাল্য অর্পন করেন।
পুস্পমাল্য অর্পন শেষে কবির কবর জিয়ারত করেন জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ উপস্থিত কর্মকর্তা, নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা।
পরে কবির বাড়ীর আঙ্গিনায় ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক কুমার রায়ের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক অতুল সরকার। এসময় আরো বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মোশার্রফ আলী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুম রেজা, প্রফেসর মোঃ শাহজাহান মোল্লা, ডাঃ আ.স.ম জাহাঙ্গীর চৌধুরী টিটো,ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিউর রহমান খোকন, কাউন্সিলর সাগর, রাজেন্দ্র কলেজের সহযোগী অধ্যক্ষ রেজভী জামান প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ মনিরুজ্জামান, স্থানীয় সরকার বিভাগের সহকারী পরিচালক দবির উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) মোঃ সাইফুল কবির, অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) মোহাম্মদ আসলাম মোল্লা সহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা।
সভা শেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কবির বিদায় ১৯৭৬ সালে ১৪ মার্চ ৭৩ বছর বয়সে পল্লী কবি জসীম উদদীন ঢাকায় মারা যায়। পরে পৈত্রিক বাড়ীর আঙ্গিনায় প্রিয় ডালিম গাছের তলে তাঁকে সমাহিত করা হয়।
