• ঢাকা
  • শুক্রবার, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ ইং
ফরিদপুরে মুক্তিযোদ্ধা ও নতুন প্রজন্মের বিক্ষোভ মিছিল ও পথসভা

স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন বঙ্গবন্ধু পরিষদ ও মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানরা।

১ ডিসেম্বর  সকাল ১১টায় ফরিদপুর শহরের আলীপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্ত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল মুজিব সড়ক হয়ে ভাষা সৈনিক ইমামউদ্দিন স্কয়ারে এসে প্রতিবাদ সভা করে। বঙ্গবন্ধু পরিষদ ফরিদপুরের সভাপতি, মহান স্বাধীনতা সংগ্রামের বীর যোদ্ধা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, আগরতলা ষড়যন্ত্র মামলার অভিযুক্ত ৫নং আসামী ও ফরিদপুরে মুক্তিযুদ্ধকালীন সাব-সেক্টর কমান্ডার নূর মোহাম্মদ ক্যাপ্টেন বাবুলেল সভাপতিত্বে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, প্রবোধ সরকার, সত্য রঞ্জন কর্মকার, খন্দকার আশরাফুজ্জামান মুরাদ, খন্দকার মঞ্জুর আলী, মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান সাংবাদিক, সংগঠক বিজয় পোদ্দারসহ নেতৃবৃন্দ। পথসভা শেষে মিছিল সহকারে পুনরায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে গিয়ে সাংস্কৃতিক দলের জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করে এক মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা, সকল শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। সেখানে বঙ্গবন্ধু পরিষদের সভাপতি তার বক্তব্যে বলেন, মহান স্বাধীনতা সংগ্রামের বীর যোদ্ধা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, আগরতলা ষড়যন্ত্র মামলার অভিযুক্ত ৫নং আসামী ও ফরিদপুরে মুক্তিযুদ্ধকালীন সাব-সেক্টর কমান্ডার নূর মোহাম্মদ ক্যাপ্টেন বাবুল বলেছেন, একটি মহল মূর্তির সঙ্গে ভাস্কর্যকে তুলনা করে বিভ্রান্তি ছড়াচ্ছে। এই সমস্ত কথা বলে তারা সমাজকে বিভ্রান্ত করতে চায়। এসব বক্তব্য পরিহার করার আহ্বান জানাই। ক্রমাগত উস্কানিমূলক বক্তব্য দিতে থাকলে দেশের মুক্তিযোদ্ধারা বসে থাকবে না।’ আমরা এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে শেখ হাসিনার নেতৃত্বে আরেকটি যুদ্ধ করবো।

পরে সকল থানা পর্যায়ের মুক্তিযোদ্ধাদের মধ্যে কম্বল বিতরণ করা হয়।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।