• ঢাকা
  • শুক্রবার, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ ইং

ক্রিকেটের মক্কা বলে খ্যাত ইংল্যান্ডের

লর্ডসের মাঠে হচ্ছে করোনা হাসপাতাল

করোনাভাইরাসে বিশ্ব এক মহা ক্রান্তিকাল পার করছে। পৃথিবীর দেশে দেশে যখন মানুষ বিপন্ন, তখন প্রতিদিনই করোনা মোকাবেলায় নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। এসব উদ্যোগে এবার নতুন করে যুক্ত হলো ক্রিকেটের মক্কা বলে খ্যাত ইংল্যান্ডের ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ড।

এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‌‌’প্রশাসন চাইলে যেকোনো কাজে ব্যবহার করতে পারবে ক্রিকেটের তীর্থস্থানখ্যাত এই মাঠটিকে। অতি জরুরি পরিস্থতি এলে হাসপাতাল বানিয়ে ফেলা হবে লর্ডসকে। তার আগপর্যন্ত লন্ডনের হাসপাতালে কাজ করা ডাক্তার-নার্সদের ব্যবহারের জন্য উন্মুক্ত করা দেয়া হয়েছে মাঠের সুবিশাল পার্কিং স্পেস।

আরও পড়ুন ঃফরিদপুরে করোনা সন্দেহে স্বামী স্ত্রী হাসপাতালে ভর্তি

যুক্তরাজ্যের লর্ডস ক্রিকেট গ্রাউন্ড এবং মেরিলিবোন ক্রিকেট ক্লাব মিলে এ উদ্যোগ সফল করতে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে। তারা বিজ্ঞপ্তিতে আরও জানিয়েছে, ‘ওয়েলিংটন, ইউনিভার্সিটি কলেজ, সেইন্ট জন এবং সেইন্ট এলিজাবেথ হাসপাতালের স্টাফদের জন্য আমরা এরই মধ্যে ৭৫টি পার্কিং স্পেস দিয়েছি। এছাড়া ওয়েলিংটন হাসপাতালের জন্য স্টোরেজ এরিয়াও দেয়া হয়েছে। সিটি হারভেস্ট লন্ডনে খাদ্য সরবরাহ করছে এমসিসি। যাতে করে ক্ষুধার্তদের মুখে খাবার দেয়া যায়।’

তারা আরও জানিয়েছে, ‘আমরা স্থানীয় প্রশাসনের সঙ্গে খুব কাছ থেকে কাজ করছি। এই সংকটময় সময়ে যথাসম্ভব সবকিছুই করার জন্য আমাদের পক্ষ থেকে হাসপাতাল ও সংগঠকদের প্রস্তাব দেওয়া হয়েছে। তারা যেকোনো কাজে লর্ডস ক্রিকেট গ্রাউন্ড ব্যবহার করতে পারবে।

আরও পড়ুন ঃ করোনায় কঠিন পরীক্ষা আমেরিকার জনগণের

প্রসঙ্গত, যুক্তরাজ্যে ইতোমধ্যে রানি এলিজাবেথ, প্রিন্স চার্লস, প্রধানমন্ত্রী বরিস জনসন ও স্বাস্থ্যমন্ত্রী আক্রান্ত হয়েছেন। ইউরোপের অন্যান্য দেশের মতো বৃটেনেও দিনদিন আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।