মানিকগঞ্জে দুঃস্থদের পাঁশে সেনাবাহিনী
সুমন ভূইয়া : মানিকগঞ্জে সেনাবাহিনীর সদস্যরা একশ কর্মহীন দুস্থ মানুষের মধ্যে নিত্যপ্রয়োজনীয় চাল, ডাল, আটা, তেল, চিনি ও বিস্কুট বিতরণ করেছেন। গতকাল বৃহস্পতিবার মানিকগঞ্জ শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে মেজর ফেরদৌসের নেতৃত্বে এই খাদ্য সহায়তা দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস এম ফেরদৌস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইকবাল হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব কুমার সাহা, মানিকগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ।
মানিকগঞ্জে ১০০ কর্মহীন দুস্থ মানুষের মধ্যে বৃহস্পতিবার নিত্যপ্রয়োজনীয় চাল, ডাল, আটা, তেল, চিনি ও বিস্কুট বিতরণ করেন সেনাবাহিনীর সদস্যরা। ছবি : এনটিভি
দিন কয়েক আগেও সেনাবাহিনীর পক্ষ থেকে প্রথম ধাপে ১০০ ব্যক্তিকে অনুরূপ সহায়তা দেওয়া হয়েছিল। এই সহায়তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন লেফটেন্যান্ট কর্নেল মো. ওয়াদুদ উল্লাহ চৌধুরী পিএসসি।