কে এম রুবেল, ফরিদপুর।
“পুষ্টি, পরিবেশ এবং অর্থনৈতিক উন্নয়নে টেকসই দুগ্ধ শিল্প”- এই
প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যেদিয়ে
উদ্যাপিত হয়েছে বিশ্ব দুগ্ধ দিবস।
কর্মসূচির অংশ হিসাবে সকালে শহরের টাপাখোলা সমাজসেবা
কর্যালয় থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সেখানে গিয়ে শেষ হয়। পরে সরকারি শিশু পরিবার (বালিকা)র হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নূরুল্লাহ্ মো: আহসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক অতুল সরকার।
সরকারী দুগ্ধ খামার ফরিদপুরের উপপরিচালক অরুন কুমার সাহার সঞ্চলনায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, সরকারী ইয়াছিন কলেজের অধ্যক্ষ শিলা রানী মন্ডল, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক এস এম আলী আহসান,
আসমা আক্তার মুক্তা প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নুরুল হুদা, সরকারি শিশু পরিবার (বালিকা)র সহকারী পরিচালক তাসফিয়া তাছরীণ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মো: রফিকুল ইসলাম, এসিডিআই/ভোকার সিনিয়র ফিল্ড কো-অর্ডিনেটর মুহাম্মদ মঞ্জরুল হক, ফিল্ড কো- অর্ডিনেটর ফারজানা
ইয়াসমিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সরকারি শিশু পরিবারের নিবাসীগণ।
আলোচনা সভা শেষে জেলা প্রশাসক অতুল সরকার শিশুদের দুধ খাইয়ে বিশ্ব দুগ্ধ দিবসের উদ্বোধন করেন।
এছাড়াও শেখ রাসেল, জেলা প্রশাসন স্কুল, মুসলিম মিশন এতিমখানার শিশুদের দুধ খাওয়ানো হয়।