প্রতিনিধি। ‘দৃষ্টিতে নবসৃষ্টিতে’ এই শ্লোগানকে সামনে রেখে ভাব ও কাব্য রসিকদের গহীনের শব্দ শোনাতে পটুয়াখালীর গলাচিপায় ৩১ জুলাই শুক্রবার বিকেলে রামনাবাদ নদীতীরে গেড়ে বসেছিল সৃজনশীল সংগঠন ‘কথক’।
প্রভাষক সোহরাব আলীর সভাপতিত্বে কবিতা, গল্প, গান, সৃজনশীল ভাবনা ও মনমুগ্ধকর উপস্থাপনায় অনুষ্ঠানটি সঞ্চালন করেন পীযূষ কান্তি দাস। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্তছিলেন আমাদের অর্থনীতি পত্রিকার নির্বাহী সম্পাদক জনাব বিশ্বজিৎ দত্ত। স্বরচিত কবিতা পাঠ করেন কবি হাসান মাহবুব, কবি আনোয়ার শিপন, মামুন সিরাজ। অনুষ্ঠানে নির্বাচিত কবিতা আবৃত্তি করেন ইউসুফ আলী খান,বিনয় কর্মকার , কমল সরকার, সাজ্জাদ আহমেদ মাসুদ,জিল্লুর রহমান জুয়েল, রিপন চন্দ্র বিশ্বাস, বিধান কর্মকার, এম এন ইসলাম নিলয়, তানজিল ইভান, মোহাম্মদ হাফিজ, এস মীম খান, মেহেদি হাসান ফজলু প্রমূখ। সোঁদা মাটির গন্ধ, নদী-নৌকা, মেঘ খচিত আকাশ, স্বপ্নময় গোধূলি, দূর গ্রামের আবহ সৌন্দর্য নজর কেড়েছিল উপস্থিত শ্রোতা ভক্তদের।
সাহিত্য-সমালোচক ইউসুফ আলী খান বলেন, আজ চৈতন্য ধরিয়ে দিয়েছে অবগুণ্ঠিত চেতনায়। খুব কাছ থেকে প্রকৃতি আর তার লব্ধ সৌন্দর্যের হেথা-হোথা ছুঁয়ে দেয়ার উপলব্ধি! হাসান মাহবুব বলেন, হাজার বছরের তৃষ্ণার্ত আত্মা এক পশলা বৃষ্টিতে ভিজেয়ে দেয়ার মতো অনুভব! তিনি আরো বলেন, দৃষ্টির প্রখরতায় সৃষ্টির সন্দীপনে কথক চলছে এবং চলবে দুর্জয়াবেগে।