এস এম মনিরুজ্জামান,ফরিদপুর প্রতিনিধি ঃ
“বীমায় সুরক্ষিত থাকলে,এগিয়ে যাবে সবাই মিলে”এই
শ্লোগানে ফরিদপুরে আলোচনা সভা ও র্যালীর মাধ্যমে পালিত হলো জাতীয় বীমা দিবস ২০২২।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকাল ১১টায় শহরের কবি জসীমউদ্দীন হলে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক দিপক কুমার রায়ের সভাপতিত্বে আলোচনায় সভায়
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা ও জামালউদ্দীন কানু । এসময় উপস্থিত ছিলেন জীবন বীমা কপোর্রেশন ফরিদপুরের কপোর্রেট ইনচার্জ একে এম সিদ্দিকুর রহমান,টেপাখোলা শাখা ইনচার্জ ৬৪৭ মোঃ বাতেন আহমেদ,সেলস ইনচার্জ মোঃ সাদিক হোসেন,উন্নয়ন অফিসার নওশেদ আলী ও মিড লাইফের অধ্যক্ষ
মোহাম্মাদ লোকমান হোসেন প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন বীমা কর্মকতার্ ও নাট্য অভিনেতা মোঃ পলাশ খান।
প্রধান অতিথি বলেন , বীমা মানুষের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি বিষয়, পৃথিবীর সকল সভ্য ও উন্নত রাষ্ট্র রয়েছে সেখানকার লোকেরা কোন না কোন বীমার সাথে যুক্ত রয়েছে।
বীমাকে এগিয়ে নিতে হলে দক্ষ প্রশিক্ষিত বীমা কর্মী দরকার, তাহলে বীমা শিল্প উন্নতি করবে, দেশের বেকারত্ব অনেকটা দূর হবে। কিন্তু দুই একটি অসাধু বীমা কোংম্পানী বা তাদের কমর্ীর কারনে এদেশে কিছুটা দুনার্ম রযেছে।
এদিকে দিবসটি উপলক্ষে সকাল ১০টায় জেলা প্রশাসকের কাযার্লয় হতে একটি র্যালী বের হয়ে মুজিব সড়ক প্রদক্ষিন করে কবি জসিমউদ্দীন হলে গিয়ে শেষ হয়।