• ঢাকা
  • রবিবার, ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে জানুয়ারি, ২০২৫ ইং
ভাঙ্গায় আনন্দঘন পরিবেশে বই উৎসব পালিত

মোঃ রমজান শিকদার ভাঙ্গা ফরিদপুর প্রতিনিধি -০১/০১/২০২৩
ফরিদপুরের ভাঙ্গায় রোববার সকালে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আনন্দঘন পরিবেশে বই উৎসব পালিত হয়েছে। উপজেলার সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়। এ উপলক্ষে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানেই ব্যানার টানিয়ে ছোট মঞ্চ বানিয়ে আনন্দঘন পরিবেশে বই বিতরণ করা হয়। সকালে ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিম উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জালাল উদ্দিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মুন্সি রুহুল আসলাম, ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক হায়দার হোসেন প্রমুখ।
এছাড়াও উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান আব্দুর রশিদ মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেজবাহ উদ্দিন ম্যানেজিং কমিটির সভাপতি সদস্য অভিভাবক ও শিক্ষার্থীদের নিয়ে বই উৎসব পালন করেন। অন্যদিকে উপজেলার দ্বিতীয় বড় শিক্ষা প্রতিষ্ঠান শরিফাবাদ হাই স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুবোধ চন্দ্র মালো ম্যানেজিং কমিটির সভাপতি অভিভাবকদের নিয়ে শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেন।
উপজেলার শতাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতেও নতুন বই তুলে দেওয়া হয়।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

জানুয়ারি ২০২৫
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ডিসেম্বর    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।