সাভার ধামরাইয়ে ৫০ জন করোনা রোগীর বাড়িতে ফলমুল পৌঁছে দিলো পৌর মেয়র
সুমন ভাইয়াঃ সাভার ধামরাইয়ে করোনা ভাইরাস কোভিড-১৯ সংক্রমণে আক্রান্ত ৫০ রোগীদের বাড়িতে ভিটামিন সি যুক্ত পুষ্টিকর জাতীয় ফলমূল খাবার পাঠালেন ধামরাই পৌরসভার মেয়র গোলাম কবীর মোল্লা।
সোমবার (১ জুন-২০২০ খ্রীস্টাব্দ) ধামরাই থানার ৮ পুলিশ সদস্য,সাংবাদিক দম্পতিসহ ৫০ জন রোগীর বাসায় তিনি এসব খাবার পৌঁছিয়ে দেন।
এ’সময় ধামরাই পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম কবীর মোল্লা সাংবাদিকদের জানান, করোনা ভাইরাস (কোভিড-১৯) কে আমরা ঘূ্ণা করি,কিন্তু করোনা ভাইরাসে আক্রান্ত রোগীকে নয়। করোনায় আক্রান্ত রোগীদের অবহেলা না করে তাদেরকে আন্তরিকতা দেখিয়ে ভালবাসার মাধ্যমে সাহস শক্তি দিয়ে সুস্থ করে তুলতে হবে। করোনার কারণে কেউ আতঙ্কিত হবেন না সচেতন হোন। স্বাস্থ্য বিধি ও সরকারি নির্দেশ মেনে চলার জন্য সর্বসাধারণের প্রতি আহবান জানান মেয়র।