• ঢাকা
  • শুক্রবার, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ ইং
নগরকান্দায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত-৪

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধিঃ

ফরিদপুরের নগরকান্দায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় মহিলা সহ ৪ জন আহত হয়েছে। আহতদের ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংঘর্ষে মোটরসাইকেল সহ বেশ কয়েকটি বাড়ি ঘরে হামলা ভাঙচুর করা হয়েছে।

নগরকান্দা থানার ওসি হাবিল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সরেজমিনে গিয়ে জানাযায়, উপজেলার তালমা ইউনিয়নের সদরবেড়া গ্রামের (সাবেক ইউপি সদস্য) সালাম মাতুব্বর (৬২) ও একই গ্রামের আরেফিন খানের (৭০) সাথে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘ দিনের বিরোধ চলে আসছিলো।

এরই জের ধরে (০১ সেপ্টেম্বর) বৃহস্পতিবার সকালে আরফিন খানের সমর্থক মাজেদ খান (৪৬), আয়নাল শেখ (৪০), বাবুল খান (৩৮), স্বাধীন মোল্যা (২০) সহ প্রায় দুই শতাধিক লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সালাম মাতুব্বরের লোকদের উপর হামলা চালায়। এতে সালাম মাতুব্বরের সমর্থক, খলিল শেখ (৬০), রাজ্জাক শেখ (৫৫), জোহরা খাতুন (৭৫), ও ওসমান শেখ (৫৯) নামের ৪ জন আহত হয়।

হামলাকারীরা সালাম মাতুব্বরের সমর্থকদের প্রায় ৮-১০ টি বাড়ি ঘর ভাংচুর করে।

তালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন বলেন, ঘটনাটি আমি পরে জানতে পেরেছি। তবে শুনেছি সালাম মাতুব্বরের লোকজন আগে আরফিন খানের লোকদের উপর হামলা চালিয়েছে।

নগরকান্দা থানার ওসি হাবিল হোসেন বলেন, ঘটনার খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলের গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমান পরিস্থিতি শান্ত রয়েছে।

শফিকুল খান জনি
০১ সেপ্টেম্বর ২০২২।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।