• ঢাকা
  • রবিবার, ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ ইং
করোনাভাইরাস থেকে রক্ষার জন্য মহান আল্লাহর কাছে দোয়া প্রার্থনার আহ্বান – হুইপ ইকবালুর রহিম   
 প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর শ্রমিকসহ সকল মানুষদের অধিকার নিশ্চিত করেছে এ কথা উল্লেখ করে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেছেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনায় একজন মানুষও করোনা  দুর্যোগের এই সময় খাদ্যসামগ্রী থেকে বঞ্চিত হবে না।’এই দুর্যোগে কেউ না খেয়ে থাকবে না। প্রতিটি মানুষের ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হবে।
 শুক্রবার (১ মে) মহান মে দিবস উপলক্ষে সকল ১০টার সময়  দিনাজপুর সদর উপজেলা আইনজীবী সমিতির চত্বরে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করার সময় হুইপ ইকবালুর রহিম এসব কথা বলেন।
তিনি আরো বলেন, প্রাণঘাতী করোনাভাইরাস থেকে রক্ষা পেতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। পবিত্র রমজান মাসে করোনাভাইরাস থেকে রক্ষার জন্য দেশবাসী তথা বিশ্ববাসীকে মুক্তি দান করে মহান আল্লাহর কাছে এই দোয়া প্রার্থনা করার জন্য মুসলিম সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান হুইপ ইকবালুর রহিম।
এসময় তিনি আরো  বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রমিকদের নুন্যতম মজুরি নির্ধারণ করেছেন। করোনাভাইরাসের কারণে বন্ধ থাকা কল-কারখানার শ্রমিকদের বেতন-ভাতা প্রদানের জন্য সরকার ২ শতাংশ সুদে ৫ হাজার কোটি টাকার একটি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে। প্রণোদনার এই অর্থ স্বচ্ছতার সঙ্গে শ্রমিক কর্মচারীদের কাছে সরাসরি পৌঁছানোর জন্য ব্যাংক হিসাব খোলার উদ্যোগ নেওয়া হয়েছে। তা বাস্তবায়ন হতে শুরু করছে।
এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা ও দায়রা জজ আজিজ আহমেদ ভুঞা, চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আয়েজ উদ্দীন, আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. নুরুজ্জামান জাহানী, সাধারন সম্পাদক এ্যাড. তহিদুল ইসলাম সরকার, সহ-সভাপতি নাসিমা আকতার, সহ-সাধারন সম্পাদক এ্যাড. খাদেমুল ইসলাম, সারওয়ার হোসেন বাবু প্রমুখ।
পরে ১১ টার দিকে মহান মে দিবস উপলক্ষে দিনাজপুর নিউমার্কেট চত্বরে করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন অসহায় ও দরিদ্র হোটেল-রেস্তোরা শ্রমিকদের মাঝে চাল, ডাল, তেলসহ খাদ্যসামগ্রী বিতরণ করেন হুইপ ইকবালুর রহিম।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুজন সরকার, দিনাজপুর শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রায়হান কবীর সোহাগ, সাধারন সম্পাদক খালেকুজ্জামান রাজু, জেলা জাসদের সাধারন সম্পাদক শহিদুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তায়েফ বিন শরিফ, হোটেল-রেস্তোরা শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল খালেক, সাধারন সম্পাদক জগদিশ প্রমুখ।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

সেপ্টেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« আগষ্ট    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।