• ঢাকা
  • শনিবার, ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই অক্টোবর, ২০২৪ ইং
মহানবীকে কটূক্তিকারীর ফাঁসির দাবিতে আলফাডাঙ্গায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

কবীর হোসেন,আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ভারতীয় পুরোহিতের কটূক্তি এবং ধর্মীয় অনুভূতিতে আঘাতের প্রতিবাদে ফরিদপুরের আলফাডাঙ্গায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

অালফাডাঙ্গায় যুব সমাজ ও ওলামায়ে মাশায়েকগণের আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার( ১অক্টোবার ২০২৪) ১০ সকাল দিকে অালফাডাঙ্গা পৌর বাজারের চৌরাস্তা থেকে উপজেলা ধর্মপ্রাণ মুসলমানরা বিক্ষোভ মিছিল নিয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।মিছিল শেষে একই স্থানে সমবেত হয়ে সমাবেশে অংশ নেন তারা।

সমাবেশে আলফাডাঙ্গা সাবেক মেয়র আলী আকসাদ ঝন্টুর সভাপতিত্বে ও ওলামায়ে পরিষদের উপদেষ্টা মাও. তামিম আহমেদ মিলনের সঞ্চালনায় বক্তব্য দেন, উপজেলা বিএনপির সদস্য সচিব নূর জামান খসরু,কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব মুফতি কুতুবউদ্দিন ফরিদী,ক্বওমী ওলামা পরিষদ সভাপতি মুফতি সিরাজুল ইসলাম, সাধারন সম্পাদক মাও.আহসানুল্লাহ,মাওলানা আজিজুল্লাহ,মাওলানা আমিনুল্লাহ, মাওলানা আঃ করিম, মাওলানা ইলিয়াস,
মোঃ শরিফুল ইসলাম,যুবনেতা মোঃ রহমত ও
মোঃ শরিফুল ইসলাম,বিএনপি নেতা আব্দুল কাইয়ূম,যুবদল নেতা মিজানুর রহমান প্রমূখ।

বক্তারা বলেন, জাতিসংঘে পৃথক আইন পাশ করে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তিকারীদের শাস্তি দিতে হবে। পাশাপাশি বাংলাদেশ সরকারকে ভারত সরকারের কাছে এ ঘটনার যথাযথ জবাব চাইতে হবে। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর ইজ্জত রক্ষার বিষয়ে মুসলমানদের কোনো আপস নেই। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ভারতীয় কটূক্তিকারীর ফাঁসির দাবি জানান তারা।

বক্তারা অারও বলেল, তাদেরকে দ্রুত গ্রেপ্তারপূর্বক আইনের আওতায় এনে ফাঁসি দেওয়ার জন্য ভারত সরকারের প্রতি জোর দাবি জানান। অন্যথায় নবীপ্রেমিক তৌহিদী জনতা বিশ্ব ব্যাপি কঠোর আন্দোলন গড়ে তুলবে বলে হুঁশিয়ারী ঘোষণা দেন।

কবীর হোসেন
তারিখ : ০১, ১০.০২৪

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

অক্টোবর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« সেপ্টেম্বর    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।