কোভিড-১৯ এর প্রাদুর্ভাব নিয়ে
আজ শুক্রবার সকাল ১১টায় ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ফরিদপুর জেলার নোভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) এর সংক্রামন প্রতিরোধ এবং প্রাদুর্ভাব মোকাবেলায় সার্বিক প্রস্তুতি পর্যালোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মুনসী সাহাবুদ্দিন আহমেদ। সভাপতিত্ব করেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার। এতে জেলা পর্যায়ের করোনা সংক্রান্ত কমিটির সকল সদস্য অংশগ্রহণ করেন। সদস্যগণের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার মোঃ আলীমুজ্জামান পিপিএম,ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ লোকমান মৃধা, ফরিদপুর পৌরসভার মেয়র শেখ মাহতাব আলী মেথু, ফরিদপুর উপজেলা চেয়ারম্যান মোঃ আঃ রাজ্জাক মোল্লা, ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ খবিরুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার বিন্ষুপদ ঘোষাল, কৃষি কর্মকর্তা কাত্তিক চন্দ্র চক্রবর্তী সহ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া ভিডিও কনফারেন্সিংএর মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ অংশগ্রহণ করেন।