• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৮শে মার্চ, ২০২৪ ইং
যে কোনো দুর্যোগে কুষ্টিয়ার মানুষের পাঁশে থাকবে পুলিশ :এসপি তানভীর আরাফাত

১ জুলাই ২০২০

কুষ্টিয়া হরিপুর ইউনিয়নের শালদহ গ্রামের অসহায় বিধবা নারী আমিরুন নেসা। নিঃসঙ্গ কুঁড়ে ঘরে একাকী তার বসবাস।

গত ২০ শে মে আম্পানের প্রভাবে ক্ষতিগ্রস্ত হয় অসহায় আমিরুন নেছার কুঁড়ে ঘর। শুরু হয় তার খোলা আকাশের নিচে বসবাস। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নজরে আসে কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম তানভীর আরাফাতের। তাৎক্ষণিক ছুটে যান অসহায় বিধবা নারীর বাড়ি। দেন নগদ ১ লক্ষ টাকা ও নতুন ঘর তৈরীর প্রতিশ্রুতি। শুরু হয় ঘর তৈরীর কাজ।
আজ বুধবার সকাল দশটায় পুলিশ সুপার এসএম তানভীর আরাফাতের উপস্থিতিতে অসহায় বিধবা আমিরুন নেসাকে বুঝিয়ে দেয়া হয় সেই ঘর।

এ সময় পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত বলেন, যে কোনো দুর্যোগে জনগণের পাশে থাকবে পুলিশ। কুষ্টিয়া জেলা পুলিশ সর্বদাই জনগনের বিপদে আপদে পাশে থেকে কাজ করে যাচ্ছে। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আতিকুল ইসলাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মার্চ ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।