দুস্থ:দের মাঝে শীতবস্ত্র বিতরণ ড. যশোদা জীবন দেবনাথ সিআইপির
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিতঃ 4 বছর আগে
526 বার দেখা হয়েছে
০
অসহায় শীতার্তদের হাতে কম্বল পৌঁছে দিলেন বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেড এর পরিচালক ও টেকনো মিডিয়ার ব্যবস্থাপনা পরিচালক ড. যশোদা জীবন দেবনাথ সিআইপি।
শুক্রবার ৩ টায় ফরিদপুর নন্দালয়ে তিন শতাধিক অসহায় ও দুস্থ নারী-পুরুষের মাঝে এসব কম্বল বিতরণ করেন তিনি।
কম্বল বিতরণ ও মহিলাদের সেলাই প্রশিক্ষণ ক্যাম্প এর উদ্বোধন করেন ড. যশোদা জীবন দেবনাথ সিআইপি।
কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত পৌর মেয়র অমিতাভ বোস, বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অলিয়ার রহমান খান, নির্বাহী পরিচালক পল্লী প্রগতি সহায়ক সমিতি,বাবু অসীম কুমার সাহা, ভাইস পিন্সিপাল ফরিদপুর রাজেন্দ্র কলেজ ও ১৬ নং পৌর ওয়ার্ড কাউন্সিলর বিধান সাহা।
১৬ নং ওয়ার্ড এর বসবাস করা হতদরিদ্র মানুষ ও কর্মজীবী দরিদ্র, ছিন্নমূল, অসহায় শীতার্ত মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধনে ড. যশোদা জীবন দেবনাথ সিআইপি বলেন, শীতবস্ত্র নিয়ে আমরা চেষ্টা করছি শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে, যাতে তারা শীতে কষ্ট না পায় এ লক্ষে তাদের মাঝে শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে সার্বিক তত্বাবধান করেন ড. যশোদা জীবন দেবনাথ সিআইপি ও বিশ্বজিৎ কুমার সাহা (তনু)।