স্টাফ রিপোটার :
স্বেচ্ছাসেবী সংগঠন পথশিশু কল্যাণ ট্রাস্ট ফরিদপুর জেলায় তাদের কার্যক্রমের উদ্বোধন করেছেন।
শনিবার (১ অক্টোবর) দুপুরে ফরিদপুর শহরের টেপাখোলা লেকপাড় এলাকার এস আই প্লাজার তৃতীয় তলার অফিসে এই উপলক্ষে এক কর্মীসমাবেশ অনুষ্টিত হয়।পথশিশু কল্যাণ ট্রাস্ট ফরিদপুর জেলার সমন্বয়কারী মোসাম্মাদ আসমা বেগমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন পথশিশু কল্যাণ ট্রাস্ট এর প্রধান সমন্বয়কারী মো:শামসুল ইসলাম,বিশেষ অতিথি ছিলেন পথশিশু কল্যাণ ট্রাস্ট ঢাকা ডিভিশন্যাল অফিসার শেখ মো: আলম।এ সময় আরো বক্তব্য রাখেন ফরিদপুর জেলার ইনর্চাজ মো; হুমায়ূন কবীর,লাইব্রেরীয়ান মো: আবুল বাশার মোল্লাসহ অন্যান্যরা। সভায় ফরিদপুর ও রাজবাড়ি জেলা ও উপজেলার কর্মীগন উপস্থিত ছিলেন।
সভায়পথশিশু কল্যাণ ট্রাস্ট ঢাকা ডিভিশন্যাল অফিসার শেখ মো: আলম পথশিশু কল্যাণ ট্রাস্ট এর বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন ।শেখ মো: আসলাম জানান,আমাদের পথশিশু কল্যাণ ট্রাস্ট এর মাধ্যমে পিছিয়ে ও ঝড়ে পড়া দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের সচেতনতা ও বিভিন্ন প্রশিক্ষন প্রদান,আই সিটি/ফ্রিল্যান্সিং এর মাধ্যমে কর্মমুখী শিক্ষা প্রদান করা।প্রতিটি গ্রামে পাঠাগার নির্মান করে শিক্ষার্থীদের মাঝে বইপড়া আগ্রহতৈরীকরা ,বৃক্ষ নিধন বন্ধে পরিবেশের ভারসাম্য রক্ষায় বিনামুল্যে নন-স্টক চুলা বিতরন ও শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতন করতে বিনামুল্যে হ্যান্ড ওয়াস বিতরন সহ আরো বিভিন্ন কার্যক্রম রয়েছে।