বকশীগঞ্জে প্রতিবন্ধী শিক্ষার্থীদের সৌজন্যে বৃক্ষরোপণ ও চারা গাছ বিতরণ
জামালপুরের বকশীগঞ্জে পরিবেশের ভারসাম্য রক্ষায় ১ জুলাই বুধবার বেলা ১১ টায় বৃক্ষরোপণ করা হয়েছে।
পৌর এলাকার মৌলভী পাড়া দুস্হ্য প্রতিবন্ধী শিক্ষা ও কারিগরি শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষকদের নিজস্ব অথার্য়নে প্রতিবন্ধী শিক্ষার্থীদের সৌজন্যে বিভিন্ন প্রজাতির ১৫০ চারা গাছ রোপণ করা হয় এবং প্রত্যেক শিক্ষার্থীকে একটি করে ফলজ গাছের চারা বিতরণ করা হয়।
বৃক্ষরোপণ কালে দুস্হ্য প্রতিবন্ধী শিক্ষা ও কারিগরি শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক খাইরুল ইসলাম, প্রধান শিক্ষক লালমনি আক্তার , পরিচালনা কমিটির সভাপতি শামসুর রহমান সহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্হিত ছিলেন।