সালেহীন সোয়াদ সাম্মী, মধুখালী ( ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালী পৌরসভার ৩ নং ওয়ার্ড মল্লিকপাড়া যুবসমাজের উদ্যোগে গ্রামবাংলার ঐতিহ্যবাহী কাবাডি (হাডুডু) খেলার আয়োজন করা হয়। বৃহস্পতিবার বিকাল ৪ টায় সাতানীর মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় অংশগ্রহণ করেন বিভিন্ন উপজেলার বিভিন্ন স্থান থেকে আসা ৪টি দল। গ্রামবাংলার হারিয়ে যাওয়া এই খেলা দেখতে ভিড় জমায় ছোট থেকে বৃদ্ধরা। ফাইনাল রাউন্ডে দুই দলে ৭ জন করে মোট ১৪ জন অংশগ্রহন করে।
পাচঁ পাট্টির খেলায় চরমহিষাপুর লক্ষীনারায়নপুর দলকে ৩-১ এ পরাজিত করে জয়লাভ করে।
খেলার প্রধান পৃষ্ঠপোষক পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র মির্জা আব্বাস বলেন, গ্রামবাংলার প্রাচীনতম ঐতিহ্য কাবাডি (হাডুডু) খেলা আমাদের দেশের জাতীয় খেলা হলেও এখন অনেকটাই কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে। এমন আয়োজন সচরাচর দেখা যায় না।
এ খেলার ঐতিহ্য ধরে রাখতে ও যুব সমাজকে মাদক মুক্ত রাখতে প্রতি বছরই কাবাডি (হাডুডু) খেলার আয়োজন করলে আমার পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে। খেলা শেষে প্যানেল মেয়র মির্জা আব্বাস চ্যাম্পিয়ন দলকে এলইডি টেলিভিশন ও রানার্সআপ দলকে মোবাইল ফোন পুরুষ্কার তুলে দেন।