• ঢাকা
  • মঙ্গলবার, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১২ই ডিসেম্বর, ২০২৩ ইং
বোয়ালমারীতে ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু

সনতচক্রবর্ত্তীঃফরিদপুরের বোয়ালমারীতে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় হতদরিদ্রদের মাঝে ৩০ টাকা কেজি দরে চাল বিক্রয় শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকালে আনুষ্ঠানিকভাবে ৩০ টাকা কেজি দরে এ চাল বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. রেজাউল করিম।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. রিজাউল হক, ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা তোজাম্মেল হোসেন, ট্যাগ অফিসার ফরিদা ইয়াসমিন,
উপ খাদ্য পরিদর্শক মোঃ ফারুক হোসেন প্রমুখ। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো. রেজাউল করিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল। এই সরকারের সময় কোনো মানুষ না খেয়ে থাকবে না। তাই সরকার ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি করছে।
বোয়ালমারী পৌর সদরে ৩০ টাকা কেজি দরে ৫ কেজি চাল বিক্রি করা হবে ৪ টি স্থানে। ওই চারটি স্থানের চারজন ডিলার হলেন- পৌর শহরের ডাকবাংলো রোডে মো. মোশাররফ হোসেন চৌধুরী, জর্জ একাডেমি সংলগ্ন স্থানে মো. রবিউল ইসলাম খান, বঙ্গবন্ধু সড়ক সংলগ্ন আনোয়ারা মডেল একাডেমিতে মতিন মৃধা এবং উপজেলা পরিষদ চত্বরে শিমুল দাস। সপ্তাহে ৫দিন এই চাউল বিক্রি করা হবে। প্রত্যেক ডিলার প্রতিদিন ২ মেট্রিক টন চাউল বরাদ্দ পাবে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

ডিসেম্বর ২০২৩
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« নভেম্বর    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।