• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ৩০শে নভেম্বর, ২০২৩ ইং
চরভদ্রাসনের দু’টি সার গুদাম পরিদর্শন করলেন ইউএনও

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি:- ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসার তানজিলা কবির ত্রপা বুধবার বিকেলে সদর বাজারের দু’টি সার ডিলারের গুদাম ঘর ও বিপনী
বিতান পরিদর্শন করেেছেন। ডিলার দু’টি হলো-উক্ত বাজারের মেসার্স সেক আঃ ছালাম সার ডিলার ও মেসার্স জিন্নাত আলী সার ডিলার। ডিলার দু’টি পরিদর্শন করে সামান্য ত্রুটি বিচ্যুতি দেখে ডিলারদের মৌখিকভাবে সতর্কতা করেছেন ইউএনও।
এসব সার গুদাম পরিদর্শনকালে অন্যানর মধ্যে উপস্থিত ছিলেন-উপজেলা কৃষি অফিসার মোঃ আলমগীর হোসেন, মৎস্য অফিসার এসএম মাহমুদুল হাসান,মউপজেলা উন্নয়ন সহায়ক মনজুর সামাদ, চরভদ্রাসন থানার এসআই মোঃ সেলিম
মোল্যা, সহকারী উদ্ভিদ সম্প্রসারন অফিসার মামুনুর রশিদ ও সাদ্দাম হোসেন প্রমূখ।
জানা যায়, উপজেলা সদর বাজারের মেসার্স সেক আঃ ছালাম সার ডিলার গুদাম পরিদর্শন করে আরোও পরিচ্ছন্ন রাখার জন্য সতর্কতা করেন ইউএনও। পরে উক্ত ডিলারের বিপনী বিতানের রেজিষ্ট্রার খাতা সহ ক্যাশ মেমো খতিয়ে দেখেন তিনি। পরে মেসার্স জিন্নাত আলী সার ডিলার বিপনী বিতানের রেজিষ্ট্রার নিরীক্ষা শেষে বাজার ছেড়ে পূর্ব বিএস ডাঙ্গী গ্রামে ডিলারের নিজ বাড়ীতে গড়া সার গুদাম পরিদর্শন করে উক্ত ব্যাবসায়ীকেও মৌখিক সতর্কতা প্রদান করেন তিনি।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

নভেম্বর ২০২৩
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« অক্টোবর    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।