• ঢাকা
  • মঙ্গলবার, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই ডিসেম্বর, ২০২৪ ইং
চরভদ্রাসনে ভ্রাম্যমাণ আদালতের অবৈধ স্থাপনা উচ্ছেদ

ফরিদপুরের চরভদ্রাসনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

রবিবার (৩১মে) বিকালে উপজেলার গাজিরটেক ইউনিয়নের চরহাজিগঞ্জ বাজারে উপজেলা সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইমদাদুল হক তালুকদার, ভূমি কার্যালয়ের তহশিলদার জাহাঙ্গীর হোসেন, মোবাইল কোর্ট পেশকার মো. মানোয়ার হোসেন ও চরভদ্রাসন থানা পুলিশের সহায়তায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, চরহাজিগঞ্জ বাজারে দীর্ঘদিন ধরে কিছু স্থানীয়রা সরকারি খাস জমিতে অবৈধভাবে দোকানঘর নির্মাণ করে ব্যবসা-বাণিজ্য করে আসছিলো। এছাড়া সম্প্রতি বাজারের মাছ হাটা সংলগ্ন সরকারি খাস জমিতেও কিছু স্থানীয়রা অবৈধভাবে নতুন করে আরো ১৪টি অবৈধভাবে স্থাপনা নির্মাণ করে। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে উক্ত বাজারের পূর্বের নির্মানাধীন ৬টি সেমিপাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করাসহ নতুন করে নির্মানাধীন স্থাপনাগুলোর মালামাল জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত। এতে প্রায় ২০ শতাংশ খাস জমি উদ্ধার করা হয়েছে বলে ভ্রাম্যমাণ আদালত সূত্র জানান।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

ডিসেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« নভেম্বর    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।