• ঢাকা
  • বৃহস্পতিবার, ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ ইং
এবার বেলজিয়ামে মহানবীর কার্টুন প্রদর্শন, স্কুল শিক্ষক বরখাস্ত  

ছবি সংগৃহিত

ইসলামের মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর কার্টুন প্রদর্শন করায় এবার বরখাস্ত হয়েছেন এক স্কুল শিক্ষক। এই ঘটনা বেলজিয়ামের।

ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, শুক্রবার বেলজিয়ামের ব্রাসেলসের মোলেনবিক সেন্ট-জিন এলাকার স্কুলে এক শিক্ষক মহানবী (সা.)-এর অবমাননাকর কার্টুন প্রদর্শন করলে স্কুল কর্তৃপক্ষ তাকে সাময়িক বরখাস্ত করেছে।

বেলজিয়ামের লা লিবরে বেলজিক পত্রিকা জানায়, ফরাসি ম্যাগাজিন শার্লি এবদোতে নবীর (সা.) যেসব ব্যাঙ্গাত্মক কার্টুন প্রকাশিত হয়েছিল ওই শিক্ষক তার একটি নিয়ে পঞ্চম ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের দেখান। সেইসঙ্গে তিনি একই কাজ করে কীভাবে একজন ফরাসি স্কুল শিক্ষক নিহত হয়েছেন তার বর্ণনা দেন।

পত্রিকায় ওই স্কুল শিক্ষকের নাম প্রকাশ করেনি। তবে শুক্রবার তিনি ক্লাসে ওই অবমাননাকর কার্টুন প্রদর্শন করার পর দুই থেকে তিনজন স্কুল শিক্ষার্থীর অভিভাবকরা স্কুল কর্তৃপক্ষের কাছে এ ব্যাপারে লিখিত অভিযোগ জানান। এরপরই তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

সেপ্টেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« আগষ্ট    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।