সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। শ্রমজীবী মেহনতি মানুষের চরম আত্মত্যাগে ন্যায্য অধিকার আদায়ের এক অবিস্মরণীয় দিন। দিনটি আন্তর্জাতিক শ্রমিক দিবস নামেও পরিচিত।
‘শ্রমিক-মালিক নির্বিশেষ, মুজিববর্ষে গড়বো দেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর গলাচিপায় পালিত হয়েছে মহান মে দিবস।
রবিবার সকাল সাড়ে সাতটায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন।
সকাল সাড়ে আটটায় বঙ্গবন্ধুর ম্যুারালে পুষ্প অর্পণ এবং বিকাল চারটায় শ্রমজীবী মেহনতী ৩’শ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলিগের সভাপতি সন্তোষ কুমার দে,উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. সাহিন শাহ, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মো. ইব্রাহিম দফাদার, সাধারণ সম্পাদক মো. আল আমিন সহ পৌর শ্রমিক লীগ ও ইউনিয়ন শ্রমিক লীগের নেতৃবৃন্দ।