পবিত্র ঈদুল আযহার দিনে হাজারো বিপদগ্রস্থ বন্যার্ত মানুষের পাশে ছুটে গেলেন ফরিদপুর জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইয়াছিন কলেজের জি.এস. যুবলীগ নেতা জাবির শফি দিনার।
দুপুরে নিজ বাসভবন আলীপুর থেকে এক হাজার মানুষের জন্য পোলাও, বিরানী তৈরী করে তিনি নদী পথে ট্রলার যোগে ডিক্রিরচর-আলীয়াবাদ ইউনিয়নের বন্যার্তদের ঘরে ঘরে পৌছে যান সুস্বাদু খাবার নিয়ে। ঈদের আনন্দ উপভোগ করেন দরিদ্র মানুষের মাঝে। সাধারণ মানুষ যারা সারা বছর একদিনও উন্নত খাবারের কথা চিন্তা করতে পারেন না, সেইসব মানুষ পানিবন্দি অবস্থায় হাতের মধ্যে সহসায় সুস্বাদু খাবার পাবেন তা চিন্তাও করেননি। দুপুরে তৈরী খাবার পেয়ে দরিদ্র দুস্থ মানুষ দারুন খুশী। অনেক বয়ঃবুদ্ধ মানুষ তার মাথায় হাত সাপটে দোয়া করেন। আবার অনেকে মরহুম শ্রমিক জননেতা হাসিবুল হাসান লাবলু’র ভাতিজা জানতে পেরে পানি ভেঙে কাছে আসেন। বলেন, যে মানুষটি দীর্ঘকাল আমাদের দুর্যোগে ছুটে আসত তুমি সেই পরিবারের মানুষ, আল্লাহ তোমারে বাঁচায় রাখুক। জাবির শফি দিনার তার প্রতিক্রিয়ায় অনেকে স্ত্রী, সন্তান নিয়ে ঘুরে বেড়ানোতে আনন্দ পায়। আমি সমৃদ্ধ বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একজন কর্মী হিসেবে নেত্রীর মর্ম বাণীতে উৎসাহিত হয়ে এই খাবার নিয়ে ছুটেছি। গত এক সপ্তাহ ধরে ধারাবাহিকভাবে আমি বন্যার্তদের পাশে থাকার চেষ্টা করছি।