• ঢাকা
  • শুক্রবার, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ ইং
করোনা ঝুঁকি এড়াতে রাজশাহী রেলস্টেশনে বন্ধ করে দেয়া হয়েছে একটি গেট!

মোঃ আলাউদ্দিন মন্ডল রাজশাহী

করোনা ঝুঁকি কমাতে রাজশাহী রেল স্টেশনে দুটি গেটের একটি বন্ধ করে দেয়া হয়েছে। এক গেট দিয়ে যাত্রীরা প্রবেশ এবং বাহির হলে করোনা ঝুঁকি কমবে-এমন আশায় উত্তর পাশের গেটটি বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু একটি গেট বন্ধ করে দেওয়ায় শত শত যাত্রী অপর একটি গেট দিয়েই ঢুকছেন এবং বের হচ্ছেন। এতে সংক্রমণের ঝুঁকি আরও বেড়েছে বলেই মনে করছেন যাত্রীরা।

শামসুন্নাহার সুমি নামের এক যাত্রী বলেন, এক গেট দিয়ে বের হওয়া এবং প্রবেশের কারণে যাত্রীদের ভিড় বাড়ছে। এমনকি অপরিচিত যাত্রীদের একে অন্যের মুখোমুখি হতে হচ্ছে। শরীরের সঙ্গে শরীরের ধাক্কাও লাগছে। এতে কিভাবে করোনা সংক্রমণ রোধ হবে?  বরং আরও বাড়বে। রেল কর্তৃপক্ষ হুটহাট কিছু অবিবেচকের মতো সিদ্ধান্ত নেয়। যাত্র যাত্রীরা অনেক সময় ভোগান্তিতেও পড়ে। এটি তারই একটি অংশ।’

আরেক যাত্রী নুজহাত তামান্না বলেন, ‘করোনা ঝুঁকি এড়াতে যখন সামাজিক দূরুত্ব মেনে চলার প্রসঙ্গ উঠে আসছে বার বার, তখন রেল কর্তৃপক্ষ আরও ভিড় বাড়াচ্ছে যাত্রীদের। এতে করোনা ঝুঁকি আরও বাড়বে।’

জানতে চাইলে রাজশাহী রেলস্টেশন ম্যানেজার আব্দুল করিম বলেন, উর্দ্ধতন কর্তৃপক্ষের সিদ্ধান্তে একটি গেট বন্ধ করে অপর গেটটি চালু রাখা হয়েছে যাত্রীদের যাতায়াতের জন্য।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মার্চ ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।