১ডিসেম্বর ২০২০ ইং মঙ্গলবার ফরিদপুর :
ফরিদপুরে ১৩৯তম কাব স্কাউট ইউনিট লিডার স্কিল কোর্স অনুষ্ঠিত হয়েছে।
চারদিন ব্যাপী ( ০১-০৪ ডিসেম্বর) ১৩৯তম কাব স্কাউট ইউনিট লিডার স্কিল কোর্স অনুষ্ঠিত হয়েছে।
আজ ১ ডিসেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত এই স্কিল কোর্স অনুষ্ঠিত হবে। এই স্কিল কোর্সটি বাংলাদেশ স্কাউট এর পরিচালনায় এবং বাংলাদেশ স্কাউট ঢাকা অঞ্চলের ব্যবস্হাপনায় অনুষ্ঠিত হচ্ছে। চারদিনব্যাপী এই কোর্সের উদ্ভোদন অনুষ্ঠান আজ সকাল ৯.৩০টায় ফরিদপুর ইন্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন কলেজে অনুষ্ঠিত হয়।
এতে স্বাগত বক্তব্য রাখেন উপ-পরিচালক বাংলাদেশ স্কাউট ঢাকা অঞ্চলের শর্মিলা দাস এবং প্রধান বক্তা ছিলেন কোর্স লিডার( লিডার ট্রেনার) সামছুর রহমান।
উল্লেখ্য, চারদিনব্যাপী এই কোর্সে ৪৫ জন প্রশিক্ষার্থী অংশগ্রহণ করছেন।