নাচোলে ঈদের দিন সড়ক দুর্ঘটনায় এক শিশুর মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় ঈদের দিন সড়ক দুর্ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশু টি নাচোল উপজেলার জোনাকি পাড়া গ্রামের মিলন আলীর ছেলে আজমীর (৫)। নাচোল থানা পুলিশ ও
মৃতের পরিবার জানান, আজ শনিবার বেলা ১১টার দিকে শিশুটি রাস্তাপারাপারের সময়, নাচোল স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীবাহী এম্বুলেন্স নাচোল থেকে আমনুরা অভিমুখে যাওয়ার সময় তাকে চাপা দেয়। স্থানীয়রা তাড়াতাড়ি করে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় রাস্তায় মারা জান, বলে জানায় নাচোল থানার ওসি সেলিম রেজা।
মৃতের পরিবারের কোন অভিযোগ না থাকায় আজ বিকেল ৬টার সময় গ্রামের সরকারি গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়।