চীন থেকে বিশ্বের ২০৯টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। বিশ্বব্যাপী এখন পর্যন্ত ৩৩ লাখ ২১ হাজার ৭৭১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। অপরদিকে মারা গেছেন ২ লাখ ৩৪ হাজার ৪০৪ জন।
বিশ্বব্যাপী করোনায় দিন দিন আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছেই।
বিজ্ঞানীরা করোনার ভ্যাকসিন তৈরি করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন নিরলসভাবে। কয়েক ধরনের ভ্যাকসিন তৈরি করে মানব শরীরে প্রয়োগও করেছেন। তবে আশানুরূপ ফল পাওয়া যায়নি এখনও।
করোনা ভ্যাকসিন বা টিকার অপেক্ষা নিয়ে মাইক্রোসফ্টের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস তার চিন্তাভাবনা প্রকাশ করেছেন। করোনার টিকা বিশ্ব কখন হাত পেতে সক্ষম হবে সে সম্পর্কে এক ব্লগ পোস্টে তিনি লিখেছেন, টিকা তৈরিতে ১৮ মাস লাগবে।
বিল গেটস তার ওয়েবসাইট গেটসনোটসে লিখেছেন, চিকিৎসা বিজ্ঞানীরা জানিয়েছে ১৮ মাসের মধ্যে করোনারভ্যাকসিন আসবে। এটি নয় মাসের মধ্যেও আসতে পারে। আবার দুই বছরও লাগতে পারে।
ততদিন আমাদের ধৈর্যধারণ করতে হবে।
করোনা মোকাবিলায় একটি কার্যকর ও নিরাপদ ভ্যাকসিন তৈরির গবেষণায় অর্থায়ন করছেন বিল গেটস। মাইক্রোসফটের এ সহপ্রতিষ্ঠাতা ও তার স্ত্রীর দাতব্য সংস্থা বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন এরই মধ্যে এ সম্পর্কিত গবেষণায় সাড়ে চার হাজার কোটি ডলার অর্থায়ন করেছে। সম্ভাব্য ভ্যাকসিন তৈরির সাতটি প্রকল্প চলছে তার অর্থায়নে।
বিল গেটস বলেন, আমাদের ভ্যাকসিন তৈরির প্রকল্পে নিয়োজিত চিকিৎসকরা শিগগিরই মানুষকে সুখবর দিতে পারবেন। আমাদের অপেক্ষা করতে হবে। সবকিছু ঠিক থাকলে আমরা এক বছরের মধ্যে ছোট পরিসরে উৎপাদনে যেতে পারব।