মোঃ চাঁদ আলী কুষ্টিয়া জেলা প্রতিনিধি:-কুষ্টিয়ায় আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে নাগরিক টিভি’র ৪র্থ বর্ষপূর্তি পালন করা হয়েছে । সোমবার সকাল ১১ টার দিকে কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র কাঙাল হরিনাথ মিলনায়তনে নাগরিক টিভি’র ৪র্থ বর্ষে পদার্পণের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন ডিডিএলজি উপ-সচিব মৃণাল কান্তি দে, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা।
বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাধারণ সম্পাদক জামিল হাসান খান খোকন, কুষ্টিয়া প্রেস ক্লাব কেপিসির সাধারন সম্পাদক সোহেল রানা, কুষ্টিয়া টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মিলন উল্লাহ, উইমেন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আফরোজা আক্তার ডিউসহ গণমাধ্যমকর্মীরা। আনন্দ রেলি আলোচনা সভা, কেক কাটার মধ্য দিয়ে পালিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির সুযোগ্য সভাপতি ও নাগরিক টেলিভিশনের কুষ্টিয়া জেলা প্রতিনিধি হাজী রাশেদুল ইসলাম বিপ্লব।