কে এম রুবেল, ফরিদপুর।
বিভিন্ন কর্মসূচির মধ্যেদিয়ে রোটাবর্ষ উদ্যাপন করেছে রোটারী ক্লাব অব ফরিদপুর। কর্মসূচির অংশ হিসাবে শুক্রবার সকাল সাড়ে ৭টায় শহরের ঝিলটুলি সোনালী ব্যাংকের মোড়ে রোটারী ক্লাব এর অফিস ভবনের সামনে শান্তির প্রতিক পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান ডা. এটিএম শাহজাহান কবীর।
এসময় বক্তব্য রাখেন অ্যাসিসটান্ট গর্ভনর রোটারিয়ান এ্যাড. গোলাম রব্বানী ভূইয়া রতন, পাষ্ট প্রেসিডেন্ট ডা. এম এ জলিল।
পরে ক্লাব ভবনের সামনে থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের গুরুত্ব পূর্ণ সড়ক প্রক্ষন করে প্রেসক্লাবে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে শহরের টেপাখোলায় অবস্থিত শান্তি নিবাসে অবস্থানরত নিবাসীদের মাঝে উন্নত মানের খাবার বিতরণ করা হয়।
খাবার বিতরণ কালে উপস্থিত ছিলেন, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ নূরুল হুদা,
লেফ্টেন্যান্ট গর্ভনর পিপি রোটারিয়ান এ্যাড. তুষার কুমার দত্ত, পাষ্ট অ্যাসিসটান্ট গর্ভনর পিপি ডা. মো. এনামুল হক, আইপিপি রোটারিয়ান আজমল হোসেন ফকির, প্রেসিডেন্ট ইলেক্ট সম্পা দাস, রোটারিয়ান পিপি মাহমুদুল হাসান মন্টু, ক্লাব সেক্রেটারি রোটারিয়ান মানব সাহা, রোটারিয়ান ডা: সালাউদ্দিন দিলীপ, রোটারিয়ান পিপি আলমগীর কবীর, রোটারিয়ান পিপি
মনিরুল ইসলাম ফরহাদ, রোটারিয়ান এ্যাড.চিরন্জিব, রোটা: এ্যাড.গোলাম মনসুর নান্নু, রোটা: এ্যাড অলোকেশ রায়, উইমেন রোটারিয়ানস, রোটার্যাক্টরস এবং রোটালেটস বৃন্দ।