সাংবাদিক সাজুকে হত্যা মামলায় আসামী করায় আলফাডাঙ্গা প্রেসক্লাবে প্রতিবাদ সভা
নড়াইলে লোহগড়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক, “দৈনিক মানব জমিন ও দৈনিক গ্রামের কাগজ ” পত্রিকার লোহগড়া প্রতিনিধি সাংবাদিক শাহজাহান সাজু’র বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা করায় গত ৩০ জুন মঙ্গলবার সকাল ১০টায় ফরিদপুরের আলফাডাঙ্গা প্রেসক্লাবে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় বক্ততারা তীব্র নিন্দাসহ মিথ্যা মামলা থেকে সাংবাদিক সাজুকে অব্যহতির জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান।
প্রসঙ্গ:নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের গন্ডব গ্রামে আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে গত দশ জুন দু’পক্ষের সংঘর্ষে তিন জন নিহত হয়।
সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মো. এনায়েত হোসেন।সভা পরিচালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলমগীর কবির।