পল্লী কবি জসীম উদ্দীনের ১১৯তম জন্মবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক:-ফরিদপুরে পল্লী কবি জসীম উদ্দীনের কবরে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা ও দোয়ার মধ্য দিয়ে পল্লী কবির ১১৯তম জন্ম বার্ষিকী পালিত হয়েছে।
রোববার (১ জানুয়ারি) সকাল ৯টায় শহর তলীর অম্বিকাপুরের গোবিন্দপুরে পল্লী কবির কবরে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসক ও জসীম ফাউন্ডেশনের সভাপতি কামরুল আহসান তালুকদার, পুলিশ সুপার মো. শাহজাহান, জসিম ফাউন্ডেশন, আনছার উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, মুক্তিযোদ্ধারা।
পরে কবির বাড়ির আঙ্গিনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক মোসা. তাসলিমা আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার, পুলিশ সুপার মো. শাহজাহান, এম এ সামাদ, সাবেক অধ্যক্ষ প্রফেসর শাহজাহান, মুক্তিযোদ্ধা আবুল ফয়েজ শাহ নেওয়াজসহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মী।