করোনা প্রভাব:
হতদরিদ্রদের পাশে হযরত পাট্টাদার
হতদরিদ্রদের পাশে হযরত পাট্টাদার
নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর :
সারাদেশের করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়েছে অধিকাংশ মানুষ । গত এক সপ্তাহে কোনো কাজ করতে না পেরে নিম্ন আয়ের পরিবার নিয়ে অনেকটা দিশেহারা। এই মানুষ গুলো পাশে এসে দাঁড়ালেন ফরিদপুর পৌরসভার ৯নং ওয়ার্ডের ব্যবসায়ী হযরত আলী পাট্টাদার ।
গত দুই দিনে তিনি পৌর এলাকার রঘুনন্দনপুর ও শোভারামপুরে ৯শতাধিক অতিদরিদ্র পরিবারকে খাদ্য সহায়তার হাত বাড়িয়ে দিলেন।
বুধবার বিকালে রঘুনন্দনপুর এলাকার বাড়িতে বাড়িতে গিয়ে তিনি ও তার পরিবারের সদস্যরা প্রত্যেক পরিবারকে পাঁচকেজি আটা, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরন করেন।
হযরত আলী পাট্টাদার জানান, দেশের এই দুর্যোগের সময় এই দরিদ্র মানুষের পাঁশে দাঁড়াতে পেরে ধন্য মনে করছি। তিনি আহ্বান জানিয়ে বলেন, শুধু সরকার নয়, যে কোনো দুর্যোগের সময় সমাজের বিত্তবানরা একটু এগিয়ে এলে কেউ অনাহারে থাকবে না।