ফরিদপুরে হারিয়ে যাওয়া বুদ্ধিপ্রতিবন্ধি সন্তানের সন্ধান চায় মা
শ্রাবণ হাসান, ফরিদপুর :-
হারিয়ে যাওয়া নিজের বুদ্ধিপ্রতিবন্ধি সন্তান আক্কাচের (২৫) সন্ধান চেয়েছেন মা রাশেদা বেগম। আক্কাচ ফরিদপুর সদরের কানাইপুরের আখসেন্টার এলাকার মান্নান ও রাশেদা বেগম দম্পতির ছেলে। তার গায়ের রং কালো (শ্যামল বর্ণ) এবং বয়স ২৫ বছর।
সোমবার (১লা মার্চ) ফরিদপুর প্রেসক্লাবে এসে আক্কাচের মা জানান, গত রবিবার (২৮/০২/২০২১ইং) দুপুর ২ টায় আমার সাথে ফরিদপুর শহরে এসে হারিয়ে যায়। তাকে আর খুজে পাওয়া যাচ্ছে না। আক্কাচ শুধু বাড়ির নাম ফরিদপুর বলতে পারে এবং ভাই, মা, আব্বু বলতে পারে। এছাড়া সে কোনো কথা বলতে পারে না।
তিনি সকলের প্রতি আহ্বান জানিয়ে তার সন্তানের সন্ধান চেয়েছেন। যদি কেউ তার সন্ধান পায় তাহলে ০১৩২১৭৯৭৬৫৪ নাম্বারে যোগাযোগ করার জন্য আহ্বান জানিয়েছেন আক্কাচের মা। এছাড়া এই প্রতিবেদকের ০১৭০৫০৩৩৬৭৯ নাম্বারে যোগাযোগ করতে পারবেন।