আলফাডাঙ্গায় যুবলীগের সভাপতির উদ্যোগে ব্যতিক্রমভাবে ইফতার সম্পন্ন
১ মে শুক্রবার পবিত্র মাহে রমজানের ৭ম রোজায় ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নের যুবলীগের সভাপতি ও বানা ইউনিয়নের সম্ভব্য চেয়ারম্যান প্রার্থী কাজী মনিরুল হকের উদ্যোগে ব্যতিক্রমভাবে ইফতার সম্পন্ন হয়েছে।
করোনা ভাইরাসের সম্যাসার কারণে সামাজিক দূরত্ব বজায় রেখে রোজাদারদের হাতে ইফতারের প্যাকেট বিতরণ করেন।
উপজেলার শিরগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ ইফতার দেওয়া হয়।
এ বিষয়ে এক সংক্ষিপ্ত বক্তব্যে কাজী মনিরুল হক বলেন, দেশে বিদ্যমান মহামারি করোনা ভাইরাসে উদ্ভুত পরিস্থিতি মোকাবেলায় জনগণকে সচেতনতার লক্ষে সামাজিক দূরত্ব বজায় রাখতে ও সকলকে বাহিরে ঘুরাফেরা না করে নিজ নিজ ঘরে থাকার অনুরোধ করেন।