• ঢাকা
  • শুক্রবার, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ ইং
ফরিদপুরে করোনার সংক্রমণ রোধে জেলা প্রশাসনের সচেতনতামুলক অভিযান

নিরঞ্জন মিত্র (নিরু) (ফরিদপুর জেলা প্রতিনিধি)

করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ফরিদপুর জেলা প্রশাসন শহরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেছে। ১ এপ্রিল বৃহস্পতিবার বেলা ১১ টা থেকে দুপুর ৩ টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত সকল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ অভিযানে অংশ নেন। ফরিদপুর নিউ মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তিথি মিত্র, তানিয়া আক্তার, মোঃ খায়রুজ্জামান, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক সোহেল শেখ।

সরকারি তিতুমির বাজারে অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ বায়জীদুর রহমান ও মোঃ আসাদুর রহমান, শহরের বঙ্গবন্ধু স্কয়ার (রাজবাড়ী রাস্তার মোড়) এলাকায় অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দবির উদ্দিন ও গোয়াল চামট পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা ও সদর উপজেলা সহকারি কমিশনার(ভুমি) মোঃ আল আমিন।

অভিযান কালে মাস্ক ব্যবহার না করার অপরাধে মোট ৩৫ জনকে অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়। এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে পথচারিদের মাঝে বিন্যামুল্যে মাস্ক বিতরণ করা হয় ও হ্যান্ড মাইকের সাহায্যে সচেতনতামুলক প্রচারনা চালানো হয়। জেলা প্রশাসনের পাশাপাশি প্রত্যেক মার্কেটের কমিটির পক্ষ থেকে মাস্ক বিতরণ ও দুই ঘন্টা পরপর হ্যান্ড মাইকের মাধ্যমে করোনা সচেতনতায় প্রচার চালানো হয়।

কর্মকর্তাগণ এ সময় মার্কেটে আসা সকলকে মাস্ক ব্যবহারের নির্দেশ প্রদান করেন এবং ব্যবসায়ীদের উদ্যেশ্যে বলেন মাস্ক ছাড়া কোন ব্যাক্তির নিকট কোন পণ্য বিক্রয় করবেন না। আগে মাস্ক পড়বে তারপর পণ্য ক্রয় করবে। এ অভিযানে নিউ মার্কেট কমিটির সহ সভাপতি মোঃ গোলাম নবীসহ অন্যান্যরা সহযোগীতা করেন। এছাড়া র‍্যাব, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা অভিযানে সহযোগীতা করেন।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মার্চ ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।