পল্লী কবি জসীম উদদীন এর জন্মবার্ষিকীতে ফরিদপুর প্রেসক্লাবের শ্রদ্ধাজলী
নিরজ্ঞন মিত্র ( নিরু),ফরিদপুর
প্রকাশিতঃ 4 বছর আগে
335 বার দেখা হয়েছে
০
১ জানুয়ারি শুক্রবার ২০২১ ইং ফরিদপুর :
পল্লী কবি জসীম উদদীন এর ১১৮ তম জন্মবার্ষিকীতে ফরিদপুর প্রেসক্লাব শ্রদ্ধাজলী জানান।
”আসমানীরে দেখতে যদি তোমরা সবে চাও, রহিমদ্দির ছোট্ট বাড়ী রসুলপুরে যাও।” অথবা ”ওইখানে তোর দাদীর কবর ডালিম গাছের তলে, ত্রিশ বছর ভিজেয়ে রেখেছি দুই নয়নের জলে,” অথবা ”ছুঁয়ে দাও আসি সুপ্তি জড়িমা, ফুটিছে রজনীগন্ধ্যা ক্লান্ত দেহের শান্তিদায়িনী, চিত্ততোষিনী সন্ধ্যা।” এমনি শত শত কবিতা, গল্প, নাটক ও গানের মাধ্যমে পল্লী মানুষের দুঃখ – কষ্ট, হাসি- কান্না, আনন্দের কথা তুলে ধরে কবি পেয়েছিলেন পল্লী কবির উপাধি। ১৯০৪ সালে ১ জানুয়ারী এই দিনে ফরিদপুর সদরের কৈজুরী ইউনিয়নের ডোমরাকান্দি গ্রামের মাতুলালয়ে জন্মগ্রহণ করেন পল্লী কবি জসীম উদদীন। সেই কবি জসীম উদদীনের ১১৮ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে নানা কর্মসূচী পালিত হয়েছে।
ফরিদপুরে পল্লী কবি জসীম উদদীনের জন্মবার্ষিকী পালন উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করে জেলা প্রশাসন, জসীম ফাউন্ডেশন সহ বিভিন্ন সংগঠন। শুক্রবার সকাল ৯ টায় ফরিদপুর সদরের অম্বিকাপুর ইউনিয়নের গোবিন্দ পুর গ্রামের কবির পৈত্রিক বাড়ীর আঙ্গিনায় প্রিয় ডালিম গাছের তলে কবির কবরে ফরিদপুর প্রেসক্লাবের পৃষ্ঠপোষক ও জেলা প্রশাসক অতুল সরকারের নেতৃত্বে শ্রদ্ধাজলী জানান। এসময় আরও উপস্থিত ছিলেন ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিউর রহমান খোকন, সহ-সাধারণ সম্পাদক ও ৭১ টিভির মনিরুল ইসলাম টিটো, সিনিয়র সাংবাদিক প্রফেসর শাহজাহান, দপ্তর সম্পাদক এম এ আজিজ, আরটিভির জাকির হোসেন, ইনডিপেনডেন্ট টিভির শেখ মফিজুর রহমান শিপন, আনন্দ টিভির এস এম মনিরুজ্জামান, বৈশাখী টিভির কে এম রুবেল,কার্যকরী সদস্য সেবানন্দ বিশ্বাস,চ্যানেল আইএর শাহাদাত হোসেন তিতু এবং বৈশাখ নিউজ. এর স্টাফ রিপোর্টার নিরঞ্জন মিত্র।
ফুলেল শুভেচছা শেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পল্লি কবি ১৯৭৬ সালে ১৪ মার্চ ৭৩ বছর বয়সে পল্লী কবি জসীম উদদীন ঢাকায় মারা যায়। পরে পৈত্রিক বাড়ীর আঙ্গিনায় প্রিয় ডালিম গাছের তলে তাঁকে সমাহিত করা হয়।