• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ৩০শে নভেম্বর, ২০২৩ ইং
লন্ডনে চিকিৎসা শেষে দেশে ফিরলেন তামিম

লন্ডনে প্রাথমিক চিকিৎসা নিয়ে শনিবার দেশে ফিরেছেন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। গত ২৫ জুলাই চিকিৎসা করাতে লন্ডন গিয়েছিলেন তামিম।

বেশ কিছুদিন ধরেই অন্ত্রে ব্যথা অনুভব করছিলেন দেশসেরা ওপেনার। ঢাকায় সিটি স্ক্যানসহ একাধিক টেস্ট করিয়েছিলেন। কোনও রিপোর্টে সমস্যা খুঁজে পাননি চিকিৎসকরা। এজন্য উন্নত চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন।

শনিবার সকালে দেশে ফেরেন তামিম। আপাতত বিশ্রামে থাকবেন এ ক্রিকেটার। লন্ডনে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন চিকিৎসক। তবে বেশ কিছু জটিল পরীক্ষা করানো হয়েছে। সেগুলোর রিপোর্ট পেতে সপ্তাহখানেক সময় লাগবে। করোনার এ সময়ে বিদেশে অপেক্ষা করতে চাননি তামিম। এজন্য দেশে ফিরে আসেন ।

তামিমের পারিবারিক সূত্র বলছে, জটিল কিছু হলে তামিম ওখানেই চিকিৎসা নিতেন। নিশ্চয়ই ভালো কিছুর আভাস পেয়েছেন এজন্য দেশে ফিরে এসেছেন। তবুও রিপোর্টের অপেক্ষায় থাকবেন তারা। রিপোর্ট হাতে পাওয়ার পর টেলিকনফারেন্সে চিকিৎসা নেওয়ার কথা তামিমের।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

নভেম্বর ২০২৩
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« অক্টোবর    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।