• ঢাকা
  • মঙ্গলবার, ২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই ফেব্রুয়ারি, ২০২৫ ইং
গলাচিপায় মুজিব শতবর্ষ উপলক্ষে ব্যাডমিন্টন প্রতিযোগিতা

১ ফেব্রুয়ারী ২০২১ ইং, সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি :

মুজিব শতবর্ষ উপলক্ষে পটুয়াখালীর গলাচিপা পৌরসভায় উপজেলা ক্রীড়া সংস্থার আয়জনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২১ শুভউদ্ভোধন হয়েছে। সোমবার (১লা ফেব্রুয়ারী) সন্ধ্যার পরে পৌর মঞ্চ চত্তরে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে শুভ উদ্ভোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহীন শাহ। এতে ১৯টি দল অংশগ্রহন করেন।

বিশেষ অতিথি ছিলেন গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সন্তোষ দে, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মস্তফা টিটো। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্বে করেন উপজেলা নির্বাহী অফিসার আশীষ কুমার।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মজিবর রহমান, সাবেক সিনিয়র শিক্ষক আবুল কালাম আজাদ, আওয়ামী লীগ নেতা মাইনুল ইসলাম রনো, গলাচিপা বনিক সমিতির সাধারন সম্পাদক তাপস দত্ত, কালীবাড়ি কমিটির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী দিলীপ বনিক, গলাচিপা প্রেসক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়, উপজেলা পল্লিউন্নয়ন কর্মকর্তা মাহবুব হাসান শিবলী, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তপন বিশ^াস, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, উপজেলা যুবলীগের সহ-সভাপতি আলমগীর হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি শরীফ আহমেদ আসিফ, সাধারন সম্পাদক জাহিদ হোসেন প্রমুখ।

উদ্বোধনি অনুষ্ঠানে প্রধান অতিথি শাহিন শাহ্ বলেন, যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষায় খেলাধুলার কোন বিকল্প নেই। খেলাধুলা চর্চায় যুব সমাজ ব্যস্ত থাকলে সন্ত্রাসী কার্যক্রম ও মাদকের ছোবল থেকে রক্ষা পাওয়া সম্ভব। যত বেশী ক্রীড়ার চর্চা হবে তত বেশী যুব সমাজ মাদক থেকে দূরে সরে যাবে।

এ জন্য যুব সমাজকে খেলাধুলার মধ্য দিয়ে মানসিক ও শারীরিক যোগ্যতায় অবদান রাখতে হবে। আরও বলেন, যে জাতি খেলাধুলায় যত উন্নত তারা পৃথিবীতে তত বেশি বিকশিত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ক্রীড়াবান্ধব সরকার।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

ফেব্রুয়ারি ২০২৫
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।