মিঠুন চক্রবর্তী নতুন রুপে আসছেন ‘ডান্স ডান্স জুনিয়র সিজন ২’-এ
দাড়ি-গোঁফ, ব্যাকব্রাশ করে আঁচড়ানো চুল এবং গায়ে হুডওয়ালা কালো জ্যাকেট। গলায় ঘিয়ে রঙা উত্তরীয়। এভাবেই এবার স্টার জলসার রিয়্যালিটি শো ‘ডান্স ডান্স জুনিয়র সিজন ২’ হাজির হবেন মিঠুন চক্রবর্তী। তার সঙ্গে থাকবেন দেব। সঙ্গে থাকছেন অভিনেত্রী মনামী ঘোষ। জানুয়ারি থেকে শুরু হতে পারে এ শ্যুট।
গত বছরের ‘ডান্স ডান্স জুনিয়র সিজন ১’ জমেছিল মহাগুরুর উপস্থিতিতেই। সঙ্গে বিচারকের আসনে ছিলেন সোহম চক্রবর্তী এবং শ্রাবন্তী। এ বছর সোহম অন্য চ্যানেলের কমেডি শোয়ের বিচারকের আসনে।
দেব তার এবং মিঠুনের ফার্স্ট লুক ইনস্টাগ্রামে পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘গুরু’ এবং ‘দেব’ আসছেন এক সঙ্গে।’