• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ৮ই জুন, ২০২৩ ইং
Mujib Borsho
Mujib Borsho
রাতে শহর ঘুরে ঘুরে ত্রাণ বিতরণ করলেন ব্যাবসায়ী

ছবি-বিতরণকৃত খাদ্য সামগ্রী

রাতে শহর ঘুরে ঘুরে ত্রাণ বিতরণ করলেন ব্যাবসায়ী

জিল্লুর রহমান রাসেল, ফরিদপুর : ফরিদপুর নিউ মার্কেটের বিশিষ্ট ব্যাবসায়ী আলীপুর নিবাসী মোঃ তাহের মিয়ার (মৃত) কনিষ্ঠ পুত্র মোঃ নাসির উদ্দিন মিয়া হীরা তার নিজস্ব উদ্যোগে কর্মহীন কিছু পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছেন।

আজ বুধবার (০১-০৪-২০) রাত ৮.৩০ টায় শহরের বিভিন্ন স্হানে ঘুরে ঘুরে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি তেল, ১ কেজি লবন, ১ কেজি আলু ও একটি সাবানের একেকটি প্যকেট ৫০ টি পরিবারের মাঝে বিতরণ করেন।
এ সময় মোঃ নাসির উদ্দিন মিয়াকে তার এই উদ্যোগের বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সমাজের খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষগুলো আজ কর্মহীন। ফলে তাদের পরিবার আজ অনাহারে – অর্ধাহারে দিন যাপন করছে। এই দুর্দিনে তাদের পাশে থেকে আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা তাদের পরিবারের সদস্যদের মুখে হাসি ফুটিয়ে তুলছে, এটাই আমার আনন্দ। সমাজের প্রত্যেক স্বাবলম্বী মানুষ যদি স্বল্প পরিসরেও এই কর্মহীন মানুষগুলোর সাহায্যে এগিয়ে আসে তাহলে কেউ না খেয়ে থাকতো না। আমি আহ্বান করবো দেশের এই ক্রান্তিলগ্নে সকল স্বাবলম্বী ব্যাক্তিই যেন এই দুঃখি মানুষগুলোর পাশে দাঁড়ায়।
শহরের ধলার মোড় এলাকার একজন চা বিক্রেতাকে ত্রাণের প্যাকেট দেওয়ার পর কান্না জড়িত কন্ঠে তিনি বলেন, আজ আট দিন যাবৎ দোকান বন্ধ, কোন রোজগার নেই, বাড়িতে কোন বাজার সদাইও নেই, কারও কাছ থেকে কোন প্রকার সাহায্যও পাইনা। আজকে এই চাল ডাল পেয়ে অনেক বড় উপকার হইলো।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

জুন ২০২৩
শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
« মে  
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।