ঠাকুরগাঁওয়ে আগুনে পুড়ে নিঃস্ব ১৬ টি পরিবার
ঠাকুরগাঁওপ্রতিনিধিঃমোঃআসাদুজ্জামান ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের বিশ্রামপুর গোয়ালটুলী গ্রামে রান্নাঘরের আগুনে প্রায় ১৬ টি পরিবার নিঃস্ব ও ক্ষয়ক্ষতি ৩ লক্ষাধিক ৷
বুধবার ১ এপ্রিল বিকাল ৪ টা ৪০ মিনিটে শামসুল হকের রান্নাঘরের আগুনে ঘটনাটি ঘটে ৷
দবিরুল ইসলাম বলেন, শামসুল হক পিতা মৃত দর্শন, ঘর ৩টা, সিরাজুল ইসলাম পিতা ঐ ঘর ২টা, এন্তাজুল হক পিতা শামসুল ঘর ৩টা, এহসান আলী পিতা ঐ, ঘর ৩টা ও গরু ১টা ছাগল ৫টা, আমিরুল ইসলাম পিতা ঐ, ঘর ৩টা
পজিরুল ইসলাম, পিতা আমিরুল, ঘর ৩টা গরু ১টা, জব্বার আলী পিতা ঐ ঘর ৩টা, জয়নাল পিতা ঐ ঘর ৪টা, আতিকুল, পিতা দর্শন ঘর ৩টা ছাগল ১টা, সফিকুল,পিতা ঐ ঘর ৩টা, সইফুল ইসলাম পিতা ঐ ঘর ৪টা, আশিরন বিবি স্বামী মৃত দর্শন ঘর ১টা, দবিরুল ইসলাম, পিতা মৃত কুশুম উদ্দীন ঘর ১টা, রুহুল পিতা দবিরুল ঘর ২টা টাকা ৪০ হাজার, বাবলু পিতা ঐ ঘর ২টা, আতাবর পিতা ভোদা ঘর ২টা আগুনে পুড়ে গেছে ৷
ভানোর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল ওয়াহাব সরকার বলেন, আমি ঘটনাস্থলে গিয়ে দেখেছি প্রায় ১৬ টি পরিবারের বাড়িঘর আগুনে পুড়ে গেছে, কয়েকটি গবাদিপশু পুড়ে মারা গেছে এবং সোনাগয়না ও ৫৫ হাজার টাকা আগুনে পুড়ে জ্বলে গেছে ৷
তিনি আরও বলেন, আমি ইউএনও স্যারকে বলেছি উনি খাবার নিয়ে আসতে চেয়েছেন ৷
বালিয়াডাঙ্গী ফায়ার সার্ভিসের কমান্ডার মোস্তফা বলেন, প্রায় ১১ টি পরিবারের বাড়িঘর ও কয়েকটি গবাদিপশু আগুনে পুড়ে মারা গেছে এবং অনেক ক্ষয়ক্ষতি হয়েছে ৷আমাদের ফায়ার সার্ভিস কর্মীরা প্রায় ১ ঘন্টার চেষ্টায় আগুন নিভায় ৷