• ঢাকা
  • শুক্রবার, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ ইং
মদ্যপ-মাদকাসক্ত নারীর সংখ্যা বাড়ছে আরব আমিরাতে

ছবি প্রতিকী

সংযুক্ত আরব আমিরাতে মদ্যপ এবং মাদকাসক্ত নারীর সংখ্যা বেড়েছে। দেশটির সামাজিক রীতিনীতির বিরূপ পরিবর্তন এবং প্রযুক্তির অপব্যবহারকে দায়ী করে এমনটা জানিয়েছেন আমিরাত পুলিশের শীর্ষ কর্মকর্তারা।

দুবাই পুলিশের হেমায়া ইন্টারন্যাশনাল সেন্টারের ব্যবস্থাপক কর্নেল আবদুল্লাহ মাতার আল খায়াত বলেন, আসক্তদের অধিকাংশ কম বয়সী নারী। পরিবারের পর্যবেক্ষণ ছাড়াই যারা, তাদের ছেলে বন্ধুর সঙ্গে বিদেশে ভ্রমণ করেছেন।
কর্নেল আল খায়াত ব্যাখ্যা করে বলেন, অতিদ্রুত ইন্টারনেট সেবা প্রসারিত হওয়ায়, মদ এবং মাদক এখন অনলাইনে বিক্রি হচ্ছে।

দুবাইয়ের এরাদা সেন্টারের কমিউনিট রিসার্চ, এওয়ারনেস অ্যান্ড পাবলিক রিলেশসন বিভাগের পরিচালক আবদুল্লাহ আল আনসারি বলেন, আমাদের এখানে চিকিৎসা নেয়া এক মাদকাসক্ত নারী জানান, তিনি অনলাইনে মদ ক্রয় করতেন। বিক্রেতারা তার ঘরের দরজায় মদ পৌঁছে দিতো বলেও জানান ওই নারী।
তিনি আরও বলেন, সাধারণত মাদক বিক্রেতা এবং পাচারকারীরা ১৮ থেকে ৩৫ বছর বয়সী নারীদের টার্গেট করে তাদের ব্যবসা পরিচালনা করে। তিনি সতর্ক করে বলেন, অতিরিক্ত মদ এবং মাদক নেওয়ার কারণে বেশ কয়েকজন আসক্ত নারীর মৃত্যু হয়েছে।

সূত্র: মিডল ইস্ট মনিটর।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মার্চ ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।